সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাতাসে শিরশিরানি। ক্রমশ কমছে তাপমাত্রার পারদ। বাক্সপ্যাঁটরা গুছিয়ে বেরিয়ে পড়ার আদর্শ সময়। দু-তিনদিনের জন্য ছুটি জোগাড়-সহ প্রতিকূল পরিস্থিতি তৈরি করতে পারলেই কেল্লাফতে। তাই আর দেরি কীসের? সঙ্গীর হাত ধরে শীতের মিঠে কড়া রোদ গায়ে মেখে বেরিয়ে পড়াই যায়। নতুন জায়গায় সঙ্গীর সঙ্গে যেতে পারলে, সেই ছুটি যে একেবারে অন্যরকম হবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। বেড়ানোর ফাঁকে কীভাবে আপনাদের যৌনজীবনকে করে তুলবেন আরও মধুর, আপনার জন্য রইল টিপস।
* আপনি কিংবা আপনার সঙ্গী কি যৌনতায় রোমাঞ্চ পছন্দ করেন? তবে সঙ্গে অবশ্যই বেশ কয়েকটি জিনিসপত্র সঙ্গে রাখুন। তা হতে পারে চমকদার অন্তর্বাস কিংবা ভালো সুগন্ধি। বা কোনও দুষ্টু সামগ্রী সঙ্গে থাকলেও ক্ষতি নেই। বেড়াতে গিয়ে নতুন জায়গায় যে আপনার যৌনজীবন হয়ে উঠবে আরও উত্তেজনায় ভরপুর, তা বলাই বাহুল্য।
* সাধারণত দম্পতিরা ভোরবেলা কিংবা রাতে যৌনতায় মেতে ওঠেন। তাতেও একঘেয়েমি তৈরি হতে পারে। তাই বেড়াতে গিয়ে যৌনতায় মেতে ওঠার সময়ে বদল আনতে পারেন। বিকেলের দিকে একে অপরের সঙ্গে শরীরী খেলায় ব্যস্ত হতে পারেন। তবে তা যেন বেড়ানোর ক্ষেত্রে কোনও সমস্য়া না হয়, সেদিকে খেয়াল রাখুন। তাহলে কিন্তু বেড়ানোই মাটি।
