সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইআইটি ভুবনেশ্বরে শুরু হল প্রথম বার্ষিক গ্লোবাল ধর্ম স্টাডিজ সম্মেলন (DSC 2025)। এই তিন দিনব্যাপী আন্তর্জাতিক অনুষ্ঠানের মূল লক্ষ্য— ধর্মকে একটি গবেষণা-নির্ভর, আন্তঃবিভাগীয় একাডেমিক ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠা করা। আয়োজকদের মতে, ধর্ম শুধু আচার-রীতি নয়, বরং নৈতিকতা, সামাজিক কর্তব্য, সংস্কৃতি ও সভ্যতার ভিত্তি।
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, আইআইটি রুরকি, ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টার (কলকাতা), ভক্তিবেদান্ত ইনস্টিটিউট (ভুবনেশ্বর), ফ্লেম ইউনিভার্সিটি এবং ইএফএল ইউনিভার্সিটি-সহ একাধিক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবর্ধন ইকোভিলেজের ডিরেক্টর শ্রী গৌরাঙ্গ দাস। তিনি বলেন, আজকের পৃথিবী অভূতপূর্ব মানসিক চাপ ও সামাজিক ভাঙনের সম্মুখীন। ধর্মই এই পরিস্থিতিতে সমাজে পুনরায় সুষমতা ফিরিয়ে আনতে পারে। তাঁর মতে, গীতার শিক্ষা আজও সমানভাবে প্রাসঙ্গিক।
সম্মেলনে সভাপতিত্ব করেন আইআইটি ভুবনেশ্বরের পরিচালক প্রফেসর শ্রীপদ কামালকার। তিনি উল্লেখ করেন, ধর্ম ভারতের এক অনন্য ও গভীর বোধ, যার সরল অনুবাদ সম্ভব নয়। এই সম্মেলনের মাধ্যমে আইআইটি ভুবনেশ্বর ধর্মকে একটি সভ্যতাগত ধারণা হিসেবে নতুন গবেষণার পথ উন্মুক্ত করতে চায়। সম্মেলনের আহ্বায়কের দায়িত্বে ছিলেন ড. অক্ষয় কে. রথ।
এই মঞ্চে ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টার প্রবর্তিত এ.সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ অ্যাওয়ার্ড এবং হাবিজ মার্চেন্ট সেরা প্রবন্ধ পুরস্কারের ঘোষণা করা হয়। মানবিক বিজ্ঞান, আইন, বিজ্ঞান, সাহিত্য, দর্শন ও প্রযুক্তির মতো বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিদের অংশগ্রহণে DSC 2025 সমকালীন নৈতিকতা, পরিবেশ-চেতনা ও সামাজিক দর্শন নিয়ে আধুনিক আলোচনার সূত্রপাত করেছে।
