shono
Advertisement

Sawan 2022: শ্রাবণ মাসেই কেন শিব পুজো করা হয়? জেনে নিন প্রকৃত কারণ

শ্রাবণ মাসে শিবপুজোর সময় এই নিয়মগুলি মানতে ভুলবেন না।
Posted: 01:15 PM Jul 16, 2022Updated: 01:15 PM Jul 16, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসারে সুখশান্তি চান প্রত্যেকেই। পরিবারের সকলকে ভাল রাখতে কত কিছুই না করি আমরা। যাঁরা ঈশ্বরে বিশ্বাসী তাঁরা পূজার্চনা করেন। শ্রাবণ মাসে তাঁদের প্রধান আরাধ্য শিব। তারকেশ্বর-সহ বাংলার বিভিন্ন প্রান্তে ঈশ্বরে বিশ্বাসীরা শিবের আরাধনায় মন দেন। মন্দিরে যাঁরা যেতে পারতেন না তাঁরা বাড়িতেও শিবের আরাধনা করেন। তবে জানেন কি, কেন শ্রাবণেই দেবাদিদেব শিবের আরাধনা হয়? আপনার জন্য রইল সেই গুরুত্বপূর্ণ তথ্য।

Advertisement

পুরাণ মাসে শ্রাবণ মাসে (Sawan 2022) সমুদ্র মন্থন হয়েছিল। সেই সময় বিষ উঠে আসে। বিষ থেকে বিশ্বব্রহ্মাণ্ডকে রক্ষা করতে বিষ পান করেন দেবাদিদেব মহাদেব। সে কারণে শিবের আরেক নাম ‘নীলকণ্ঠ’। তাই শ্রাবণ মাসে ‘সৃষ্টির রক্ষাকর্তা’র বিশেষভাবে পুজো করা হয়।

[আরও পড়ুন: শয়নী একাদশী থেকে চারমাস ঘুমোতে যান ভগবান বিষ্ণু, জানুন এই সময় কী করা উচিত, কী নয়]

শ্রাবণ মাসে শিবপুজো করলে এই নিয়মগুলি মেনে চলুন:

  • শ্রাবণ মাসের প্রতি সোমবার ঘুম থেকে উঠে স্নান সেরে নিন। শুদ্ধ বস্ত্র পরিধান করুন।
  • বাড়িতে শিবের পুজো করতে চাইলে স্ফটিক শিবলিঙ্গ স্থাপন করুন। চাইলে শিবমন্দিরে গিয়েও পুজো করতে পারেন।
  • শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের পুজো করুন। উপবাস করুন। পুরোপুরি উপবাস করতে না পারলে নিরামিষ খাবার খেতে পারেন।
  • শিবপুজোয় অবশ্যই বেলপাতা ব্যবহার করুন। কারণ, বেলপাতায় তুষ্ট হন শিব। এছাড়া ধুতুরা, আকন্দ, অপরাজিতা, কলকেও শিবকে নিবেদন করুন।

  • ‘শ্রাবণ’ শব্দটি এসেছে ‘শ্রবণ’ থেকে। তাই এই সময় শুভ কথা শুনুন।
  • শ্রাবণ মাসে অবশ্যই শিবস্তোত্র পাঠ করুন। তা অত্যন্ত শুভ।
  • যাঁরা রুদ্রাক্ষ ধারণ করেন। তাঁদের জন্য শ্রাবণ মাস অত্যন্ত শুভ।

শ্রাবণ মাসে মহিলারা সাধারণত উপবাস করে শিবের আরাধনা করেন। তবে বহু পুরুষও উপবাস করেন। শ্রাবণ মাসের বিশেষ পুজোয় সংসার সুখসমৃদ্ধি যেমন আসে, তেমনই দাম্পত্যও মধুর হয়। ঈশ্বরে বিশ্বাসী হলে আপনিও শিবের আরাধনা (Lord Shiva) করতেই পারেন।

[আরও পড়ুন: সীতার বাবা রাবণ, রামের হাতে বধ হননি লঙ্কাধিপতি! এমন রামায়ণের কথা জানেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement