সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করমণ্ডল এক্সপ্রেসের (Coromandel Express) দুর্ঘটনার আতঙ্কের রেশ এখনও রয়ে গিয়েছে। এর মধ্যেই এবার অন্ধ্রপ্রদেশে বড় দুর্ঘটনার কবল থেকে বাঁচল সঙ্ঘমিত্রা এক্সপ্রেস (Sanghamitra Express)। রাজ্যের বাপতালা জেলার ইপুরুপালেমে আচমকাই স্থানীয়রা দেখতে পান রেললাইনের বেশ কিছু অংশে ফাটল রয়েছে। তাঁরা দ্রুত খবর দেওয়াতেই এড়ানো গেল বিপদ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা যাচ্ছে, চিরালা টাউনের কাছে কয়েকজন স্থানীয় বাসিন্দার নজরে আসে রেললাইনের বিষয়টি। তাঁর দ্রুত রেল কর্তৃপক্ষকে খবর দেন। জানা যাচ্ছে, খবর পেয়েই সেখানে পৌঁছন রেল আধিকারিকরা। তাঁরা ট্র্যাক খতিয়ে দেখে সংঘমিত্রা এক্সপ্রেসকে থামিয়ে দেন। প্রায় ৪০ মিনিট ট্রেনটি দাঁড়িয়ে থাকে। পরে লাইন সারানো হলে ট্রেন চলাচল শুরু হয়।
[আরও পড়ুন: ‘বাংলার মানুষকে হতাশ করেছেন নির্বাচন কমিশনার’, বিতর্কের মধ্যে মুখ খুললেন রাজ্যপাল]
উল্লেখ্য, বালেশ্বরে গত ২ জুন সন্ধেয় তিন ট্রেনের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয়েছিল গোটা দেশ। একসঙ্গে দুর্ঘটনার কবলে পড়ে মালগাড়ি, শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস এবং যশবন্তপুর হামসফর এক্সপ্রেস। যার জেরে প্রাণ হারান ২৮৮ জন। আহত হয়েছিলেন বারোশোরও বেশি যাত্রী। রেলের তরফে জানানো হয়েছে, বর্তমানে সেই মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৯০। সেই দুর্ঘটনার আতঙ্কের ছায়া এখনও রয়ে গিয়েছে। এর মধ্যেই দুর্ঘটনায় পড়তে পড়তে রক্ষা পেল সংঘমিত্রা এক্সপ্রেস।