shono
Advertisement

শতবর্ষ পরে ফের অবতীর্ণ ম্যান্ডারিন হাঁস! অসমে তাদের দেখে উচ্ছ্বসিত পরিবেশবিদরা

শেষবার এখানে এদের দেখা মিলেছিল ১৯০২ সালে।
Posted: 04:13 PM Feb 12, 2021Updated: 05:11 PM Feb 12, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক শতাব্দীরও বেশি সময় পরে অসমে (Assam) দেখা মিলল ম্যান্ডারিন হাঁসের (Mandarin duck)। সঠিক হিসেবে ১১৯ বছর পরে। তাও আবার এমন একটা সময়ে, যখন কিনা গত বছর বাঘজান গ্রামের ভয়াবহ অগ্নিকাণ্ডের স্মৃতি পুরোপুরি মিলিয়ে যায়নি। সেই ধ্বংসের স্মৃতির মধ্যেই বাঘজান সংলগ্ন মাগুরি বিলে দেখা মিলল এই পাখির।

Advertisement

গত বছর বাঘজান গ্রামের এক প্রাকৃতিক তেলের কুয়োয় আগুন লেগে যায়। ৯ জুন আগুন লাগার পরে পরবর্তী ১৭০ দিন টানা সেই আগুন জ্বলেছিল। এত দীর্ঘ সময় ধরে আগুন জ্বলে থাকার ফলে পুড়ে যায় চারপাশের সব উদ্ভিদ। বিল ও জলাভূমিতে এসে মেশে তেল ও বর্জ্য পদার্থ। যার ফলে প্রচুর মাছও মারা যায়। এককথায় সেখানকার জীবজগৎ এক গভীর সংকটের মুখে পড়ে। তারই মধ্যে এবার দেখা মিলল ম্যান্ডারিন হাঁসের।

‘ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া’-র একটি দল সম্প্রতি অসম থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত সাদা ডানার উড হাঁসের সন্ধান করতে এসেছিল। তখনই তারা ম্যান্ডারিন হাঁসটিকে দেখতে পায়। এই রাজ্যে শেষবার এদের দেখা মিলেছিল ১৯০২ সালে। এর পরে আমূল বদলে গিয়েছে পৃথিবী। অবশেষে ফের অসমের জলহাওয়ায় নিজেদের অস্তিত্বের ছাপ রাখল ম্যান্ডারিন হাঁস।

[আরও পডুন: কেমন দেখতে মঙ্গল? লালগ্রহের মাটি ছোঁয়ার আগেই ছবি পাঠাল চিনা মঙ্গলযান তিয়ানওয়েন-১]

পূর্ব এশিয়ায় এই হাঁসদের দেখা খুব একটা মেলে না। মূলত পূর্ব ইউরোপেই এদের বাস। তবে পরিযায়ী পাখিদের দলে মিশে বছরে দু’একটা হাঁসকে দেখা যায় এদেশে ঢুকে পড়তে। এবার অসমে তাদের দেখা মিলল দীর্ঘ সময় পেরিয়ে। স্বাভাবিক ভাবেই অপ্রত্যাশিত ভাবে ম্যান্ডারিন হাঁসের দেখা পেয়ে উত্তেজিত ‘ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া’-র আফতাব আহমেদ। তাঁর কথায়, ”ম্যান্ডারিন হাঁসকে এখানে দেখতে পাওয়াটা এক চমৎকার বিস্ময়। আমরা এখানে এসেছিলাম সাদা ডানার উড হাঁসের সন্ধানে।” তাঁর মতে, পাখিটি নিশ্চয়ই পথ হারিয়ে এখানে এসে পড়েছে।

[আরও পডুন: ভরসা মাটি-জল, সুদূর সাইবেরিয়া থেকে বাংলায় হাজির বিপন্ন গ্রেট নটরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement