shono
Advertisement

Breaking News

Tectonic plate movements

ভেঙে দুটুকরো হয়ে যাবে ভারত! গবেষকের দাবি ঘিরে চাঞ্চল্য

ভারতীয় প্লেটের সঙ্গে ইউরেশিয়ান প্লেটের ধাক্কাধাক্কির ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।
Published By: Biswadip DeyPosted: 06:55 PM Jan 15, 2025Updated: 06:55 PM Jan 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই ভূমিকম্প হয়েছিল তিব্বতে। তখনই আলোচিত হয়েছিল টেকটনিক প্লেট নিয়ে। এবার ভূতাত্ত্বিকরা জানাচ্ছেন, ভারতীয় টেকটনিক প্লেট ভেঙে দুই ভাগে বিভক্ত হয়ে যেতে পারে। সেই আশঙ্কাই ক্রমশ জোরদার হচ্ছে। আর তা যদি হয়, সেক্ষেত্রে লাদাখ, উত্তরাখণ্ড, সিকিম, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ এবং উত্তরপ্রদেশের একাংশ মুছে যেতে পারে ভারতের মানচিত্র থেকে। এমনই দাবি এক প্রতিবেদনের।

Advertisement

সম্প্রতি এক সম্মেলনে বিজ্ঞানীরা দাবি করেন, এই মুহূর্তে ভারতীয় টেকটনিক প্লেট 'ডিলেমিনেশন' প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলছে। দেখা যাচ্ছে গভীর নিম্নাংশটি অগভীর ঊর্ধ্বাংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ইউরেশিয়ান প্লেটের সঙ্গে ধাক্কাধাক্কির ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই বিচ্ছিন্নতা খুব সহজ পদ্ধতি নয়। পৃথিবীর গভীরে খুব জটিল চলনের ফলে এমন পরিস্থিতি তৈরি হয়।

চিনা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ লিন লিউয়ের নেতৃত্বে এক গবেষক দল পরীক্ষা করে দেখেছে দক্ষিণ তিব্বতের ভূকম্প সংক্রান্ত তথ্য। আর সেই পরীক্ষায় পরিষ্কার দেখা গিয়েছে, ভারতের অনেক অংশই অবিচ্ছিন্ন থাকলেও ১০০ কিলোমিটার গভীর অংশে ফাটল দেখা দিচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে এই ফাটল বরাবর দুই ভাগে ভেঙে যেতে পারে দেশ! এর প্রভাব পড়বে হিমালয়ের উপরও। মনে রাখতে হবে হিমালয়ের জন্মও ভারতীয় ও ইউরেশিয়ার প্লেটের ধাক্কাধাক্কিতেই হয়েছিল।

গবেষকরা বলছেন, তাঁদের আশা, গবেষণা আরও এগোলে তাঁরা এই সংক্রান্ত আরও বড় ছবি পাওয়া যাবে। তখনই বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। টেকটনিক প্লেটের চলন অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয়। সেদিকে লক্ষ রেখে ভারতের ভবিষ্যৎ-সহ পৃথিবীর আগামিকাল সম্পর্কে আরও তথ্য তাই সংগ্রহ করতে চাইছেন গবেষকরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভূতাত্ত্বিকরা জানাচ্ছেন, ভারতীয় টেকটনিক প্লেট ভেঙে দুই ভাগে বিভক্ত হয়ে যেতে পারে। সেই আশঙ্কাই ক্রমশ জোরদার হচ্ছে।
  • আর তা যদি হয়, সেক্ষেত্রে লাদাখ, উত্তরাখণ্ড, সিকিম, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ এবং উত্তরপ্রদেশের একাংশ মুছে যেতে পারে ভারতের মানচিত্র থেকে।
  • সেদিকে লক্ষ রেখে ভারতের ভবিষ্যৎ-সহ পৃথিবীর আগামিকাল সম্পর্কে আরও তথ্য তাই সংগ্রহ করতে চাইছেন গবেষকরা।
Advertisement