সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাথায় চোট নিয়ে বুধবার ডিব্রুগড়ের হাসপাতালে ভরতি হয়েছিলেন জনপ্রিয় গায়ক জুবিন গর্গ (Zubeen Garg)। তারপর তাঁকে বুধবারই নিয়ে যাওয়া হয় অসমের এক হাসপাতালে। খবর অনুযায়ী, এখন সুস্থ রয়েছেন শিল্পী। জুবিনের এমআরআই স্ক্যান রিপোর্টে খারাপ কিছু পাওয়া যায়নি। চিকিৎসকরা জানিয়েছেন, মৃগীরোগের প্রকোপেই জুবিন শৌচাগারে পা পিছলে পড়ে অজ্ঞান হয়ে যান। তার ফলেই হয়তো মাথায় চোট লাগে তাঁর। শিল্পীর অসুস্থতার খবর পেয়ে তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন অসমের মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
জুবিনের হাসপাতালে ভরতি হওয়ার খবর পেয়ে অনুরাগীরা স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় শিল্পীর আরোগ্য কামনা করে পোস্ট করছেন অনুরাগীরা।
[আরও পড়ুন: বলিউড নায়কদের টক্কর দিতে আসছেন দক্ষিণী বিজয়, ‘লিগার’ ছবির ট্রেলারে বড় চমক ]
১৯৯২ সালে ‘অনামিকা’ গান থেকেই সংগীতজগতে কেরিয়ার শুরু করেন জুবিন গর্গ। এরপর একের পর এক অ্যালবাম। ‘চাঁদনি রাত’, ‘চান্দা’, ‘স্পর্শ’, ‘নূপু’র অ্যালবামগুলো তাঁকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। ‘গ্যাংস্টার’ ছবির ‘ইয়া আলি’ গান তাঁকে গোটা দেশে জনপ্রিয় করে তোলে। তবে আপাতত, বলিউড ছবির গান থেকে দূরেই আছেন জুবেন। মূলত, অসমিয়া ও বাংলা গানেই মন দিতে চান জুবিন গর্গ।