সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বে সন্ত্রাসবাদের উৎস ও চারণভূমি রূপে পরিচিত পাকিস্তান এবার স্বযং পুড়ে মরছে সন্ত্রাসের দাবানলে। তাই ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া পরিস্থিতি সামলাতে জঙ্গি বিরোধী অভিযানে নেমেছে সে দেশের পুলিশ ও সেনাবাহিনী। বুধবার, পাকিস্তানের মুলতান শহরে, এমনই এক অভিযান চালায় পুলিশ। ওই অভিযানে নিকেশ হয় ছয় তালিবান জঙ্গি। পাক পুলিশ সূত্রে খবর, নিহত জঙ্গিরা, জামাত-উর-অহরার নামের তালিবান জঙ্গিগোষ্ঠীর এক শাখা সংগঠনের সদস্য। গত সোমবার থেকে পাকিস্তানে সংঘটিত বেশ কয়েকটি বিস্ফোরণের পিছনে হাত ছিল ওই জঙ্গিগোষ্ঠীর।
(যুদ্ধে বাজিমাত করবে বায়ুসেনার নজরদারি বিমান ‘নেত্র’)
প্রসঙ্গত, আফগানিস্তান ও ভারতের বিরুদ্ধে ইসলামিক জঙ্গিদের বহুদিন ধরে মদত জুগিয়ে এসেছে পাকিস্তান। কুখ্যাত পাক গুপ্তচর সংস্থা আইএসআই ও পাক আর্মি তালিবান, জৈশ-এ-মহম্মদ ও লস্কর-ই-তৈবার মত জঙ্গিসংগঠনগুলিকে অর্থ ও প্রশিক্ষণ যুগিয়ে যাচ্ছে। এ নিয়ে ভারত ও আফগানিস্তান ক্রমাগত অভিযোগ জানিয়ে গেলেও, কোনও পদক্ষেপ নেয়নি পাক প্রশাসন। সম্প্রতি, জঙ্গিদের মদত দেওয়ার বিরুদ্ধে পাকিস্তানকে হুশিয়াঁর করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
বিশ্বের পক্ষে বিপজ্জনক হয়ে উঠছে পাকিস্তান, মত প্রাক্তন CIA কর্তার
ভারতের ক্ষেত্রে শাপে বরই হবেন ট্রাম্প, অভিমত মুকেশ আম্বানির
The post পাকিস্তানে গুলির লড়াই, খতম ৬ তালিবান জঙ্গি appeared first on Sangbad Pratidin.