সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০৩ সালে টিম ইন্ডিয়া হয়তো তাঁর নেতৃত্বে বিশ্বকাপ ফাইনাল খেলত না। কিংবা দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে পরিচিতিও ঘটত না তাঁর। এমনকী বাংলার ক্রিকেট সংস্থা তাঁকে সভাপতি হিসেবে পেত না। যদি ১৯৯৬ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনে সেই ভয়ঙ্কর ঘটনা ঘটে যেত।
কিংবদন্তি ভারত অধিনায়ক এমন একটি গল্প শোনালেন, যা আজও অনেক ভক্তের অগোচরেই রয়ে গিয়েছিল। যে লন্ডনকে নিজের ‘সেকেন্ড হোম’ বলে মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সেই লন্ডনেই চলে যেতে পারত তাঁর প্রাণ। আন্তর্জাতিক কেরিয়ার শুরু করার আগেই সব শেষ হয়ে যেত। বন্দুকের গুলি সব ইতিহাস পাল্টে দিতে পারত। কী হয়েছিল সেদিন? সৌরভ নিজেই সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন।
লন্ডন আন্ডারগ্রাউন্ডের টিউবে নভজ্যোৎ সিং সিধুর সঙ্গে পিনার রওনা দিয়েছিলেন সৌরভ। টিউবে তাঁদের উল্টোদিকে বসেছিলেন বেশ কয়েকজন যুবক যুবতী। সৌরভ জানান, তাঁরা সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন। যার মধ্যে এক যুবক ভারতীয় দুই ক্রিকেটারের দিকে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়েছিল। সৌরভ বেশ আন্দাজ করতে পারছিলেন বিষয়টি ভাল দিকে এগোচ্ছে না। সিধুর কানে তিনি চুপিসারে বলেন, “কোনও প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন নেই।” এতেই আরও রেগে যায় যুবক। সৌরভদের দিকে তেড়ে এসে যুবক জানতে চায়, তাঁরা নিজেদের মধ্যে কী কথা বলছেন? সৌরভ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। রাগের মাথায় সিধুও হাত চালান। টিউবের মধ্যে রীতিমতো হাতাহাতি শুরু হয়ে যায়। এমন অবস্থা থেকে বেরিয়ে আসতে পরের স্টেশনেই নেমে পড়েন সৌরভরা। কিন্তু তখনও যে ঘটনার ক্লাইম্যাক্স বাকি ছিল, ভাবতেও পারেননি সৌরভ ও সিধু। ‘দাদা’ দেখেন, তাঁর দিকে তাক করে বন্দুক ধরে রয়েছেন সেই যুবক। হাত-পা ঠান্ডা হয়ে যায় সৌরভের। মনে হয়, এই মুহূর্তে হয়তো জীবন শেষ হয়ে যাবে তাঁর। কিন্তু যুবকের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে যেন সৌরভকে নতুন জন্ম দেন এক যুবতী। সেই স্মৃতির কথা মনে পড়লে আজও শিউরে ওঠেন প্রাক্তন ভারত অধিনায়ক।
The post লন্ডনে সৌরভের মাথায় তাক বন্দুক….তারপর? appeared first on Sangbad Pratidin.