Advertisement

সেনা বেশে গানের পর ভাইরাল ধোনির ভলিবল খেলা, প্রশংসায় ভাসছেন ক্যাপ্টেন কুল

06:54 PM Aug 05, 2019 |

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি প্রকাশ্যে এসেছে মহেন্দ্র সিং ধোনির গান গাওয়ার একটি ভিডিও। বাইশ গজের বাইরে প্রাক্তন ভারত অধিনায়ককে এভাবে দেখে মুগ্ধ তাঁর অগণিত ভক্ত। ফের তিনি ধরা দিলেন অন্যভাবে। কাশ্মীরের সেনা শিবিরে এবার তাঁকে দেখা গেল ভলিবল খেলতে। সেই ভিডিওই এখন চর্চার কেন্দ্রে।

Advertisement

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

একদিকে ফ্লোরিডায় যখন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ব্যস্ত টিম ইন্ডিয়া, তখন হাজার হাজার মাইল দূরে কাশ্মীরের সেনা ছাউনিতে দিন অতিবাহিত করছেন ক্যাপ্টেন কুল। আর পাঁচজন জওয়ানের মতোই প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। টহল দিচ্ছেন সীমান্তে। জওয়ানদের অনুষ্ঠানে প্রাণ খুলে গানও গাইছেন। আবার ভলিবলও খেলছেন টেরিটোরিয়াল আর্মির সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল। ৩৭ বছরের ধোনির ফিটনেস নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে না। শরীরচর্চার মধ্যে দিয়ে নিজেকে দারুণ ফিট রেখেছেন তিনি। তাই তো তাঁর ভলিবল খেলার ভিডিও নিয়ে এত উৎসাহী ভক্তকূল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, লাল রংয়ের টি-শার্ট ও কালো লোয়ার পরে সেনা সতীর্থদের সঙ্গে ভলিবলে মত্ত তিনি।

[আরও পড়ুন: ঘরোয়া লিগের শুরুতেই ভরাডুবি, পিয়ারলেসের কাছে লজ্জার হার মোহনবাগানের]

গত ৩১ জুলাই থেকে উপত্যকায় সেনা বেশে কর্তব্য পালন করছেন ধোনি। ক্রিকেট থেকে বিরতি নিয়ে আপাতত দেশসেবায় নিমজ্জিত করেছেন নিজেকে। প্রশিক্ষণ চলবে ১৫ আগস্ট পর্যন্ত। ভিক্টর ফোর্সের অংশ হিসেবে দক্ষিণ কাশ্মীরের কোনও এক অঞ্চলে অন্যান্য সেনাদের সঙ্গে টহল দিচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল। ১০৬ টিএ প্যারা ব্যাটালিয়নের জওয়ানদের সঙ্গেই রয়েছেন তিনি। কর্তব্যে যোগ দেওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল তাঁর একটি ছবি। যেখানে অন্যান্য জওয়ানদের অটোগ্রাফ দিতে দেখা গিয়েছিল তাঁকে। তারপরই ছড়িয়ে পড়ে ক্যাপ্টেন কুলের গানের ভিডিওটি। এবার চর্চায় তাঁর ভলিবল খেলা। সেনা আধিকারিকদের মতে, ধোনির সেনা শিবিরে থাকা নতুন প্রজন্মকে নিঃসন্দেহে উৎসাহিত করবে।

Advertising
Advertising

[আরও পড়ুন: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ক্যারিবিয়ানদের হারিয়ে টি-২০ সিরিজ জিতলেন কোহলিরা]

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

The post সেনা বেশে গানের পর ভাইরাল ধোনির ভলিবল খেলা, প্রশংসায় ভাসছেন ক্যাপ্টেন কুল appeared first on Sangbad Pratidin.

Tags :
Advertisement
Next