shono
Advertisement

নজরে তরুণরা, আজ পুণেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয় নিশ্চিত করতে নামছে ভারত

কেমন হবে ভারতের প্রথম একাদশ? The post নজরে তরুণরা, আজ পুণেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয় নিশ্চিত করতে নামছে ভারত appeared first on Sangbad Pratidin.
Posted: 03:43 PM Jan 10, 2020Updated: 03:56 PM Jan 10, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ পুণেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে নামছে ভারত। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইতিমধ্যেই ১-০ ব্যবধানে এগিয়ে টিম ইন্ডিয়া। তবে, সিরিজ জয় নিশ্চিত করতে পুণেতেও জিততেই হবে ভারতকে।

Advertisement

এমনিতে শ্রীলঙ্কার থেকে ধারেভারে অনেকটাই এগিয়ে ভারত। নিজেদের শেষ পাঁচ টি-টোয়েন্টির চারটিই জিতেছে টিম ইন্ডিয়া। অন্যদিকে, শ্রীলঙ্কা হেরেছে টানা চারটি ম্যাচ। আজ পুণেতে টানা পঞ্চম হার এড়ানোর লক্ষ্য নামবে লঙ্কাবাহিনী। সাম্প্রতিক পরিসংখ্যান ভাল হলেও পুণের মাঠে ভারতের সর্বশেষ স্মৃতি অবশ্য খুব একটা ভাল নয়। পুণের মাঠে শেষবার শ্রীলঙ্কারই মুখোমুখি হয়েছিল ভারত। তাতে, টিম ইন্ডিয়াকে লজ্জাজনক হারের মুখে পড়তে হয়। মাত্র ১০১ রানে অল আউট হয় টিম ইন্ডিয়া। ভারত চাইবে সেই স্মৃতি পিছনে ফেলে লঙ্কাবাহিনীকে পদানত করে সিরিজ জয় নিশ্চিত করতে।

[আরও পড়ুন: ওয়ানডে থেকেও অবসর নেবেন ধোনি! শাস্ত্রীর দাবিতে বাড়ল জল্পনা]

নবদীপ সাইনি(Navdeep Saini) , শার্দুল ঠাকুর (Shardul Thakur), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। মঙ্গলবারের ইন্দোরে জয়ের পাশাপাশি ভারতের প্রাপ্তি ছিল এই তিন তরুণ তারকার দুর্দান্ত পারফরম্যান্স। শুক্রবার পুণেতেও ভারত তাকিয়ে থাকবে এই তরুণদের দিকেই। নবদীপ সাইনিরা নিজেদের পারফরম্যান্সে ধারাবাহিকতা দেখাতে পারেন কিনা, তার উপর নির্ভর করছে তাঁদের ভবিষ্যৎ। এবছরের শেষের দিকে যে বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে, তাতে তাঁরা সুযোগ পাবেন কিনা, সেটাও নির্ভর করবে ধারাবাহিকতার উপরই। তাই, অপেক্ষাকৃত দুর্বল শ্রীলঙ্কার বিরুদ্ধে ভাল পারফরম্যান্সই দেখাতে চাইবেন তরুণরা। এদের পাশাপাশি নজর থাকবে শিখর ধাওয়ানের দিকেও। অনেকই মনে করছেন এই ম্যাচই ধাওয়ানের জন্য শেষ সুযোগ নিজেকে জাতীয় দলের নিয়মিত ওপেনার হিসেবে প্রতিষ্ঠিত করার।

[আরও পড়ুন: IPL শুরুর আগেই অ্যাকশন বিতর্কে নির্বাসিত কেকেআর তারকা, চিন্তায় নাইট শিবির]

এদিন ভারতীয় দলে পরিবর্তনের সম্ভাবনা কম। তবে, কুলদীপ যাদবকে বিশ্রাম দিয়ে এদিন চাহালকে খেলানো হতে পারে। অন্যদিকে, শ্রীলঙ্কার দলে ফিরতে পারেন অভিজ্ঞ অলরাউন্ডার ম্যাথুজ। ভারতের বিরুদ্ধে তাঁর টি-টোয়েন্টি রেকর্ড দুর্দান্ত। ম্যাথুজের অভিজ্ঞতাকেই এদিন কাজে লাগাতে চাইবে লঙ্কাবাহিনী।

The post নজরে তরুণরা, আজ পুণেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয় নিশ্চিত করতে নামছে ভারত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার