shono
Advertisement

পন্থ না ঋদ্ধিমান? প্রথম টেস্টের আগে একাদশ নিয়ে ধন্দে ভারতীয় শিবির

কারা কারা সুযোগ পাবেন কিউয়িদের বিরুদ্ধে? The post পন্থ না ঋদ্ধিমান? প্রথম টেস্টের আগে একাদশ নিয়ে ধন্দে ভারতীয় শিবির appeared first on Sangbad Pratidin.
Posted: 03:39 PM Feb 20, 2020Updated: 03:39 PM Feb 20, 2020

দেবাশিস সেন, ওয়েলিংটন: সকালে প্র‌্যাকটিস শেষে ভারতীয় দল হোটেলে ফিরে যাওয়ার পরও দু’টি প্রশ্নের উত্তর মিলল না। প্রথম টেস্টের আগে ন’জন ক্রিকেটার নিয়ে কথা উঠছে না। প্রশ্ন দু’টি জায়গা নিয়ে। (ক) দলে একজন স্পিনার হলে কে?(খ) কিপার হিসেবে ঋদ্ধিমান (Wriddhiman Saha) নাকি ঋষভ পন্থ (Rishabh Pant)?

Advertisement


দু’টি প্রশ্ন নিয়ে কুইজ মাস্টারের সামনে দাঁড়ানো যেতে পারে। বিরাট আগেরদিন ওপেনিং নিয়ে নিশ্চিত করে দিলেও এই দু’টি জায়গা নিয়ে কথা বলেননি। এদিনও শিবির থেকে কিছু পাওয়া গেল না। স্পিনার নিয়ে ধাঁধা অবশ্য সরিয়ে দেওয়া যেতে পারে। কারণ, গতবছর আগস্ট থেকে বিদেশে অশ্বিনকে (Ravichandran Ashwin) দেখা যায়নি। তাঁকে বসিয়ে খেলছেন সেই জাদেজা (Ravindra Jadeja)। এবারও বদল হবে বলে মনে হয় না। কারণ, বেসিন রিজার্ভে টানা দু’দিন ভারতীয় দলের প্র‌্য্যাকটিসে অশ্বিনের থেকে জাদেজাকে বেশি ঝকঝকে লাগল। ব্যাটিং-বোলিংয়ে অনেকটা সময় কাটালেন। বুধবার অশ্বিন নেটে ব্যাট করলেও বল করেননি। বৃহস্পতিবার বোলিং কোচ ভরত অরুণের সঙ্গে আড্ডা মেরে গেলেন। জাদেজা ব্যাটিং-বোলিং করলেন।

[আরও পড়ুন: আর মাত্র তিন বছর! আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিত কোহলির]

যদিও এদিন ভারতীয় দলের অপশনাল প্র‌্যাকটিস ছিল। অনেকে মাঠে ছিলেন না। যাঁরা এসেছিলেন, তাঁদের মধ্যে পন্থ ও ঋদ্ধিমান ছিলেন। কেন জানি না, এখানে পন্থকে ম্যানেজমেন্ট বেশি গুরুত্ব দিচ্ছে। ঋদ্ধি কাল প্র‌্যাকটিসে শুধু ব্যাটিং করে ফিরে গিয়েছিলেন। এদিন ম্যাচ উইকেটের পাশে ইশান্তের বোলিংয়ে কিপ করলেন। নেটে ব্যাট করার সময় কোচ শাস্ত্রী বারকয়েক তাঁর স্ট্রোক দেখে সাবাস বলে চেঁচিয়ে উঠলেন। পন্থকে নিয়েছিলেন ফিল্ডিং কোচ শ্রীধর। ক্যাচ দিলেন। জাদেজার বোলিংয়ের সামনে বসালেন। পায়ের মুভমেন্ট দেখলেন। এ সব দেখে বুঝতে অসুবিধা হল না, ঋদ্ধিকে চ্যালেঞ্জ জানাচ্ছেন পন্থ। ম্যানেজমেন্ট তাঁকে কিছুটা হলেও এগিয়ে রাখছে। তাই প্রশ্ন দু’টির উত্তর নিয়ে ঝুঁকি থাকলেও বলা যায়, পন্থ ও জাদেজা প্রথম টেস্টের দলে ঢুকে যাবেন। ঋদ্ধিকে বাইরে বসে কাটাতে হবে। তা হলে দলটা এমন হতে পারে, মায়াঙ্ক, পৃথ্বী, পুজারা, কোহলি, রাহানে, হনুমা, পন্থ, জাদেজা, ইশান্ত, শামি এবং বুমরা। বড় অঘটন না ঘটলে ঋদ্ধিমান বা অশ্বিনের দলে ঢোকা কঠিন।

[আরও পড়ুন: ট্রাম্পকে স্বাগত জানাতে প্রস্তুত মোতেরা, জানুন বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামের খুঁটিনাটি]

ভারতীয় দলে এক স্পিনার থাকলেও (হনুমা অফ স্পিন করতে পারেন) উলটোদিকে নিউজিল্যান্ড সম্ভবত দলে স্পিনার রাখছে না। আজাজ প্যাটেল নামে বাঁহাতি স্পিনারের টেস্ট খেলা হয়তো হবে না। লিখে দেওয়া যায়, নিউজিল্যান্ড পাঁচ পেসারে খেলবে। তাঁরা হলেন, সাউদি, কাইল, বোল্ট, গ্র‌্যান্ডহোম। ঘোষিত ১২ জনের দলে আছেন মিচেল ও হেনরি। এঁদের মধ্যে একজনকে দলে আনা হতে পারে। তা হলে ভারতের সামনে পাঁচের বদলে তিন? কোহিল বিশ্বাস করেন, তাঁর তিন পেসারের প্রতিপক্ষের কুড়ি উইকেট নেওয়ার ক্ষমতা আছে। তাই ভারত এক স্পিনার দলে নিচ্ছে। বেসিন রিজার্ভের কিউরেটর হেগেন ফেইথ সকালে বললেন,“দলে স্পিনার নিয়ে লাভ নেই। স্পিনাররা এখানে কিছু করতে পারবে না। প্রথম দু’দিন জোরে বোলারদের জন্য বেসিন রিজার্ভ স্বর্গ। তারপর ব্যাটসম্যানরা সুবিধা পাবে। তাই টেস্টের লড়াই পেসার বনাম ব্যাটসম্যান।” হেগেনের কথা মেনে নিয়েও বলতে হয়, টস জেতা জরুরি। প্রথমে ফিল্ডিং করলে অ্যাডভান্টেজ কোহলি।

The post পন্থ না ঋদ্ধিমান? প্রথম টেস্টের আগে একাদশ নিয়ে ধন্দে ভারতীয় শিবির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement