shono
Advertisement

১৫২ বলে ২২৭ রান, বিজয় হাজারেতে অনন্য রেকর্ডের মালিক হলেন পৃথ্বী

কী রেকর্ড গড়লেন তিনি?
Posted: 04:37 PM Feb 25, 2021Updated: 04:37 PM Feb 25, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বিজয় হাজারে ট্রফিতে অনন্য রেকর্ড গড়লেন পৃথ্বী শ (Prithvi Shaw)। মুম্বইয়ের (Mumbai) হয়ে পুদুচেরির বিরুদ্ধে দ্বি-শতরান করে শচীন-শেহওয়াগ-রোহিতদের সঙ্গে একাসনে বসে পড়লেন। শুধু তাই নয়, এই টুর্নামেন্টের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ রান করার রেকর্ডও গড়লেন পৃথ্বী। করলেন ২২৭ রান। তাও আবার মাত্র ১৫২ বলে। প্রথম শ্রেণির ক্রিকেটে এটাই পৃথ্বীর প্রথম দ্বি-শতরান।

Advertisement

নিষেধাজ্ঞা, চোট এবং খারাপ পারফরম্যান্স, এই সমস্ত কিছুর সৌজন্যে ভারতীয় দলের হয়ে বিগত এক বছরে খুব একটা ভাল পারফরম্যান্স করতে পারেনি পৃথ্বী। এমনকী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে খারাপ ব্যাটিং করায় নেটিজেনদের রোষের মুখেও পড়েছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। কিন্তু বিজয় হাজারেতে দুরন্ত ব্যাটিং করলেন তিনি। পুদুচেরির বিরুদ্ধে পৃথ্বীর ১৫২ বলে অপরাজিত ২২৭ রানের সৌজন্যে ৫০ ওভারে মুম্বইয়ের রান দাঁড়ায় ৪৫৭ রান। তবে শুধু পৃথ্বী নয়, এই ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করেছেন সদ্য ভারতীয় দলে সুযোগ পাওয়া সূর্যকুমার যাদবও। তিনি ৫৮ বলে ১৩৩ রান করেন।

[আরও পড়ুন: প্যাটেলের বদলে মোদির নামে মোতেরা, স্ট্যান্ডে রিলায়েন্স-আদানি, ক্ষুব্ধ নেটদুনিয়ার একাংশ]

এদিকে, দ্বি-শতরান করায় অনন্য রেকর্ডের মালিক হলেন পৃথ্বী। অষ্টম ভারতীয় হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে ২০০ রান করার নজির গড়লেন। শচীন তেণ্ডুলকর তালিকায় সবার উপরে রয়েছেন। এরপরই রয়েছে বীরেন্দ্র শেহওয়াগ (Virendra Sehwag), রোহিত শর্মা (Rohit Sharma), সঞ্জু স্যামসন (Sanju Samson), যশস্বী জয়সওয়াল, শিখর ধাওয়ান এবং কর্ণ কৌশলের নাম। সেই তালিকাতেই জুড়ল এবার পৃথ্বীর নামও। এর আগে পৃথ্বীর সতীর্থ যশস্বী গত মরশুমে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। ঝাড়খণ্ডের বিরুদ্ধে ২০৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি। কিন্তু এদিন নিজের সতীর্থকে তো পৃথ্বী টপকে গেলেনই, করে ফেললেন বিজয় হাজারের ট্রফির সর্বোচ্চ রান।  

[আরও পড়ুন: অক্ষরের বোলিং ও রোহিতের ব্যাটে ভর করে তৃতীয় টেস্টে দুরন্ত শুরু ভারতের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement