shono
Advertisement

RCB-র জার্সি হাতে পেপ গুয়ার্দিওলা, অধিনায়ক বিরাটের কাছে জানালেন বিশেষ আরজিও

আরসিবির জয়ের পরই নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন ম্যান সিটি কোচ।
Posted: 06:25 PM Apr 23, 2021Updated: 11:16 PM Apr 23, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি আইপিএলে শুরুটা দুর্দান্ত হয়েছে বিরাট কোহলির (Virat Kohli) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। টুর্নামেন্টে নিজেদের প্রথম চারটি ম্যাচের চারটিতেই জিতে লিগ টেবিলের শীর্ষে উঠে গিয়েছে আরসিবি।এই পরিস্থিতিতে দলের অধিনায়ক বিরাট কোহলির কাছে আবার বিশেষ আরজি জানালেন ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা।

Advertisement

আসলে গোটা বিশ্বেই জনপ্রিয় বিরাট কোহলি তথা তাঁর দল আরসিবি। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তাঁদের ফ্যানেরা। তাঁদেরই একজন অবশ্যই ম্যান সিটির বিশ্ববরেণ্য কোচ পেপ গুয়ার্দিওলা। ইতিমধ্যে তাঁর কাছে রয়েছে বিরাটদের জার্সিও। বৃহস্পতিবার আরসিবি দশ উইকেটে সানরাইজার্স হায়দরাবাদকে হারানোর পরই ওই জার্সি দেখিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন পেপ। পাশাপাশি বিরাটদের উদ্দেশে বিশেষ বার্তাও দেন।

[আরও পড়ুন: অবসর ভেঙে ফিরবেন আন্তর্জাতিক ক্রিকেটে? জল্পনা উসকে দিলেন পাক পেসার আমির]

নিজের ইনস্টাগ্রামে আরসিবির জার্সি হাতে নিয়ে একটি ভিডিও পোস্ট করেন পেপ। সঙ্গে ক্যাপশনে লেখেন, “এবার ক্রিকেটের নিয়ম শেখার সময় এসে গিয়েছে। এই জার্সিটি দেওয়ার জন্য আমার বন্ধু বিরাটকে অসংখ্য ধন্যবাদ।” এরপরই আরসিবি অধিনায়কের কাছে গুয়ার্দিওলার আরজি, “এবার তোমার ম্যান সিটির জার্সিটা ব্যবহার করার পালা।” তবে এই প্রথম নয়, পেপের সঙ্গে বিরাটের সখ্যতা বহু পুরনো। এর আগে গতবছর করোনা আবহে গুয়ার্দিওলার ইন্টারভিউ নেওয়ার দায়িত্ব পড়েছিল বিরাটের উপরেই। ঠিক পেশাদার সাংবাদিকের মতোই বিরাট তাঁর অন্যতম পছন্দের কোচকে একের পর এক প্রশ্নও করেছিলেন। করোনা আবহে গোটা বিশ্বের প্রতিটা ক্রীড়া ইভেন্টই হচ্ছে দর্শকশূন্য স্টেডিয়ামে। দর্শক ছাড়া খেলার অভিজ্ঞতা কী রকম? গুয়ার্দিওলার মতো সফল কোচের মাইন্ডসেট কী রকম? এমনকী ক্রিকেট নিয়ে কতটা আগ্রহী গুয়ার্দিওলা? সেই প্রশ্নও করেন বিরাট। এর জবাবে আবার পেপকে বলতে শোনা গিয়েছিল, ‘ভারতে গিয়ে তোমার থেকে ক্রিকেট শিখতে চাই’। আর এবার আরসিবি অধিনায়কের কাছে বিশেষ আরজিও জানালেন ম্যান সিটি কোচ।

 

[আরও পড়ুন: চলতি আইপিএলের প্রথম অর্ধশতরানের পর অভিনব সেলিব্রেশন বিরাটের, কেন জানেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement