shono
Advertisement

ভ্যাকসিন নিলে গ্যালারিতে বসেই IPL উপভোগ করতে পারবেন দর্শকরা!

সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহেই আমিরশাহীতে হবে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি।
Posted: 05:33 PM May 31, 2021Updated: 05:54 PM May 31, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার চোখ রাঙানি উপেক্ষা করে মাস তিনেক পরই ফের শুরু হবে স্থগিত হওয়া আইপিএল। চলতি বছর ভারতের মাটিতে দর্শকশূন্য স্টেডিয়ামেই খেলেছেন কোহলি-রোহিত-ধোনিরা। কিন্তু আমিরশাহীতে কি ছবিটা বদলাবে? গ্যালারিতে বসে কি কুড়ি-বিশের লড়াই উপভোগ করতে পারবেন দর্শকরা? শোনা যাচ্ছে, স্টেডিয়ামে দর্শক ঢোকার অনুমতি দিতে পারে এমিরেটস ক্রিকেট বোর্ড। তবে একটি বিশেষ শর্ত রয়েছে।

Advertisement

করোনার দাপটে মাঝপথেই থমকে গিয়েছিল আইপিএল ১৪ (IPL 14)। একাধিক ক্রিকেটার মারণ ভাইরাসে আক্রান্ত হওয়ায় টুর্নামেন্ট স্থগিতের সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। তারপর থেকেই জোর জল্পনা শুরু হয়ে যায়। চলতি বছর কি স্থগিত হওয়া আইপিএল আয়োজিত হবে? হলে কোথায় বসবে আসর? রবিবার সেসব কৌতূহল দূর করেন খোদ বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা। জানিয়ে দেন, আগামী সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহেই সংযুক্ত আরব আমিরশাহীতে হবে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি। ফাইনাল অক্টোবরে। কিন্তু করোনা আবহে কি ফাঁকা মাঠেই হবে খেলা? একটি ইংরাজি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দর্শকদের মাঠে ঢোকার অনুমতি দেওয়া হতে পারে। তবে যাঁরা করোনা ভ্যাকসিন নিয়েছেন, তাঁরা হয়তো প্রবেশ করতে পারবেন।

[আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমের গোপন কথা ফাঁস করলেন কোহলি]

গত বছর ভারতে করোনার দাপটে স্তব্ধ হয়ে গিয়েছিল খেলার দুনিয়া। স্থগিত ও বাতিল হয়ে যায় একের পর এক সিরিজ। স্থগিত হয় আইপিএলও। পরে আমিরশাহীতে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই। এবং অতিমারী আবহে সফলভাবেই হয় টুর্নামেন্ট। তবে সব ম্যাচই হয়েছিল দর্শকশূন্য মাঠে। তবে এবার স্টেডিয়ামে ৫০ শতাংশ দর্শক উপস্থিত থাকতে পারেন। আমিরশাহী বোর্ডের এক কর্তা নাকি জানিয়েছেন, টিকা নিয়েছেন, এমন ক্রিকেটপ্রেমীদের নিয়ে ভরতে পারে ৫০ শতাংশ গ্যালারি।

মাঠে দর্শককে অনুমতি দেওয়া নিয়ে এমিরেটস বোর্ডের সঙ্গে আলোচনা চালাচ্ছে বিসিসিআই। যেহেতু সেখানে বেশিরভাগ মানুষই ভ্যাকসিন পেয়ে গিয়েছেন, তাই অর্ধেক গ্যালারি দর্শকে ভরতেও পারে বলে খবর। যদিও দুই বোর্ডের তরফে এখনও এ ব্যাপারে কোনও ঘোষণা হয়নি।

[আরও পড়ুন: ‘ভুল সিদ্ধান্তের জন্য ক্ষমাপ্রার্থী’, তৃণমূলে ফিরতে চেয়ে মমতাকে চিঠি দীপেন্দু বিশ্বাসের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement