shono
Advertisement

IPL 14: ছক্কা হাঁকিয়ে বলই হারিয়ে ফেললেন MS Dhoni, ঝোপে নিজেই গেলেন খুঁজতে, তারপর…

দেখুন ভাইরাল ভিডিওটি।
Posted: 10:27 PM Aug 24, 2021Updated: 08:31 AM Aug 25, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাহি মার রাখা হ্যায়। মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) ব্যাটিং দেখে এ কথাই শোনা গেল ক্রিকেটপ্রেমীদের মুখে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন ইতিমধ্যেই। কিন্তু তা সত্ত্বেও মাহির ব্যাট চলছে সেই আগের মতোই। এখনও সেই মারকাটারি ছন্দেই ব্যাট হাতে ধরা দেন ক্যাপ্টেন কুল। আর এবার তো নিজেকেই হারিয়ে যাওয়ার বলের সন্ধানে বেরতে হল তাঁকে।

Advertisement

১৯ সেপ্টেম্বর থেকে আমিরশাহীতে শুরু হতে চলেছে আইপিএলের (IPL 2021) ১৪তম মরশুমের বাকি অংশ। আর তার প্রস্তুতির জন্য ইতিমধ্যেই আমিরশাহী পৌঁছে গিয়েছে চেন্নাই সুপার কিংস। ক্রিকেটাররা নেমে পড়েছেন অনুশীলনেও। হলুদ জার্সিতে নেট প্র্যাকটিসে হাজির ধোনিও। আর সেখানেই সেই আগের চেনা ছন্দে দেখা মিলল প্রাক্তন ভারত অধিনায়কের।

[আরও পড়ুন: AFC Cup: উইলিয়ামসের গোলেই বাজিমাত, বসুন্ধরার সঙ্গে ড্র করে নকআউটে ATK Mohun Bagan]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Chennai Super Kings (@chennaiipl)

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, নেটে ছক্কা হাঁকালেন ধোনি। সে বল একেবারে গিয়ে পড়ে মাঠের বাইরে ঝোপের আড়ালে। অগত্যা নিজেই সেই বল খুঁজতে পৌঁছে গেলেন মাহি। রাতের অন্ধকারেই ব্যাট দিয়ে ঝোপঝাড়ে সরিয়ে বলের সন্ধান চালালেন তিনি। বল কি শেষমেশ পাওয়া গেল? নাহ, ভিডিও অন্তত বলছে, খালি হাতেই ফিরতে হল ধোনিকে। তবে তাঁর সঙ্গে বল খুঁজতে বেরনো অন্য দুই সতীর্থের হাতে একটি বল দেখতে পাওয়া যায়। তবে সিএসকে’র তরফে ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই চর্চায় ধোনির ব্যাটিং। আসন্ন আইপিএলের বাকি অংশেও এই ফর্মেই তাঁকে দেখতে চান সমর্থকরা। 

[আরও পড়ুন: মহিলা ফুটবলারদের শরীর নিয়ে বেফাঁস মন্তব্য তানজানিয়ার রাষ্ট্রপতির, তুঙ্গে বিতর্ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement