shono
Advertisement

India vs England: লিডসে অ্যান্ডারসনদের দাপট, ৭৮ রানেই শেষ ভারতের প্রথম ইনিংস

মাত্র ৬ রান দিয়ে তিন উইকেট পেলেন জেমস অ্যান্ডারসন।
Posted: 07:37 PM Aug 25, 2021Updated: 07:54 PM Aug 25, 2021

ভারত প্রথম ইনিংস: ৪০.৪ ওভারে ৭৮/১০ (রোহিত ১৯, রাহানে ১৮, অ্যান্ডারসন ৬/৩, ওভারটন ১৪/৩)

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম টেস্টে ড্রয়ের পর, লর্ডসের দ্বিতীয় টেস্টে (Lord’s Test) দুরন্ত জয় পেয়েছিল ভারতীয় দল। ১৫১ রানে জিতেছিল টিম ইন্ডিয়া (Team India)। কিন্তু লিডসে তৃতীয় টেস্টের প্রথম দিনেই বিপাকে বিরাট কোহলি অ্যান্ড কোং। ইংরেজ বোলারদের দাপটে মাত্র ৭৮ রানেই শেষ হয়ে গেল ভারতের প্রথম ইনিংস। ব্যাট হাতে ব্যর্থ রোহিত, কেএল রাহুল, ভারত অধিনায়ক বিরাট কোহলি-সহ সব তারকাই।

বুধবার টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। কিন্তু শুরুতেই ধস নামে ভারতের ইনিংসে। সৌজন্যে জেমস অ্যান্ডারসন। তবে শুধু অ্যান্ডারসন নন, ওলি রবিনসন, স্যাম কুরান কিংবা ক্রেগ ওভারটনরাও বল হাতে নিজেদের সেরাটা দেন। বলতে গেলে তাঁদের আগুনে বোলিংয়ের সামনে কোনও ভারতীয় ব্যাটসম্যানই বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি।

[আরও পড়ুন: ফের ত্রাতা মুখ্যমন্ত্রী, অবশেষে কাটল চুক্তি জট, আইএসএলে খেলবে East Bengal]

এদিন প্রথম ওভারেই আউট হন লর্ডস টেস্টের শতরানকারী কেএল রাহুল। শূন্য রানেই অ্যান্ডারসনের বলে আউট হন তিনি। এরপরের পালা চেতেশ্বর পূজারার। চলতি সিরিজে একেবারেই রানের মধ্যে না থাকা পূজারাও একইভাবে অ্যান্ডারসনের বলে আউট হন। তাঁর সংগ্রহ মাত্র ১ রান। এরপর ক্রিজে আসেন বিরাট কোহলি। শুরুটা ভাল করলেও কিছুক্ষণ পরই অ্যান্ডারসনের সুইংয়ের শিকার হন ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ কোহলি (৭)। মাত্র ২১ রানে তিন উইকেট হারিয়ে প্রমাদ গুনতে থাকে ভারতীয় দল।

এরপর রাহানে এবং রোহিত জুটি ধীরে ধীরে দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন। কিন্তু চতুর্থ উইকেটে ৩৫ রান যোগ করার পরই আউট হয়ে যান রাহানে (১৮)। তাঁকে আউট করেন রবিনসন। এরপর কোনও ভারতীয় ব্যাটসম্যানই বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ব্যক্তিগত ১৯ রান করে বিশ্রী শট খেলে আউট হন রোহিতও। অ্যান্ডারসন আর উইকেট না পেলেও কুরান, রবিনসন এবং ওভারটনের সৌজন্যে মাত্র ৭৮ রানেই শেষ হয়ে ভারতের প্রথম ইনিংস।

[আরও পড়ুন: আগামী ১৫-২০ বছরের মধ্যে ভারতেও বসতে পারে অলিম্পিকের আসর! ইঙ্গিতপূর্ণ মন্তব্য IOC প্রধানের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement