Advertisement

বিরাটদের দায়িত্ব নিতে চান না কুম্বলে! বিদেশি কোচের দিকেই ঝুঁকে ভারতীয় বোর্ড

09:11 PM Sep 29, 2021 |

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T-20 World Cup) পরই টিম ইন্ডিয়ার (Team India) কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন রবি শাস্ত্রী (Ravi Shashtri)। তাঁর জায়গায় বিরাটদের দায়িত্ব কে নেবেন? দৌড়ে অনেকেই থাকলেই এগিয়ে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা কিংবদন্তি লেগস্পিনার অনিল কুম্বলেই। তবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই জটিল। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, জাতীয় দলের কোচ হতে আগ্রহী নন কুম্বলে নিজেই।

Advertisement

বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় চেয়েছিলেন ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির পরে কুম্বলে জাতীয় দলের কোচিং চালিয়ে যান। তখন কুম্বলে পদত্যাগ করে বসেছিলেন। সৌরভ নাকি এবারেও চেয়েছিলেন শাস্ত্রীর পরে ফের একবার বিরাটদের কোচিংয়ের দায়িত্ব তুলে নিন তাঁর সতীর্থ। তবে সাম্প্রতিক এক সর্বভারতীয় মিডিয়ায় দাবি করা হয়েছে, সৌরভ বাদে বোর্ডের অন্যান্য কর্তারা যেমন কুম্বলেকে ফেরাতে আগ্রহী নন, তেমন কুম্বলে নিজেও নাকি ইচ্ছুক নন প্রত্যাবর্তনে। আর তাই সেক্ষেত্রে বিরাটদের জন্য বিসিসিআই কোনও বিদেশি কোচই বাছতে চলেছে।

[আরও পড়ুন: সিরিজ বাতিল করায় পিসিবির কাছে ক্ষমা চাইল ইংল্যান্ড, আগামী বছর পাক সফরের প্রতিশ্রুতি]

সংবাদসংস্থাকে বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, “সৌরভ বাদে বাকি বোর্ডের সদস্যরা যেমন কুম্বলেকে ফেরাতে চান না, তেমনই অনিচ্ছুক কুম্বলে নিজেও। তাই বোর্ড এই মুহূর্তে একজন বিদেশি কোচের সন্ধানে রয়েছে। কারণ কুম্বকে মনে করছেন, কোহলি-সহ জাতীয় দলের বাকিদের ফের কোচিং করাতে হবে। নতুন কিছু নয়। তাহলে উনি কেন ফিরবেন? সবথেকে বড় কথা, সৌরভ কুম্বলের নাম সুপারিশ করলেও বোর্ডের বাকিরা এতে সম্মত হননি।”

কেন সৌরভ বাদে বোর্ডের বাকিরা কুম্বলেকে কোচ হিসেবে চাইছেন না? বলা হচ্ছে, কোচিংয়ে কুম্বলের ট্র্যাক রেকর্ড মোটেই প্রভাবিত করার মত কিছু নয়। বর্তমানে পাঞ্জাব কিংসের অন্যতম কোচ তিনি। অথচ একবারও নিজের ফ্র্যাঞ্চাইজিকে প্লে অফেও তুলতে পারেননি। বোর্ডের ওই সূত্র সংবাদসংস্থাকে জানিয়েছেন, “ভিভিএস লক্ষ্মণও কোচ হবেন না। এখনও একমাস বাকি রয়েছে। দেখা যাক, কী হতে পারে! তাছাড়া কুম্বলের কোচ হিসেবে রেকর্ডও আহামরি নয়। আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবকে দেখলেই বোঝা যায়।” কুম্বলের সঙ্গেই সম্ভাব্য কোচ হিসেবে নাম ভেসে উঠেছিল লক্ষ্মণের। তবে জানা গিয়েছে, লক্ষ্মণও কোচ হচ্ছেন না।

[আরও পড়ুন: IPL 2021: ফের বদলাল ক্রীড়াসূচি, প্রথমবার একসঙ্গে শুরু হবে আইপিএলের দু’টি ম্যাচ]

Advertisement
Next