shono
Advertisement

করোনা আক্রান্ত রোহিত, মাঠে নেমেছিলেন একদিন আগেও, চিন্তা অন্যদের নিয়েও

ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্টের আগে সমস্যায় ভারত।
Posted: 10:17 AM Jun 26, 2022Updated: 11:51 AM Jun 26, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার জন্যই গতবছর অসম্পূর্ণভাবে শেষ হয়েছিল ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। সেই অসম্পূর্ণ সিরিজ সম্পূর্ণ করতে গিয়ে ফের সমস্যায় ভারতীয় দল (Indian Team)। ভারতীয় শিবিরে ফের হানা দিয়েছে মারণ ভাইরাস। আক্রান্ত হয়েছেন খোদ অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। চিন্তা রয়েছে অন্যান্যদের নিয়েও।

Advertisement

বিসিসিআইয়ের (BCCI) তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, লেস্টারশায়ারের বিরুদ্ধে অনুশীলন ম্যাচ চলাকালীন ভারতীয় দলের RAT টেস্ট বা Rapid Antigen Test-এ রোহিতের করোনা ধরা পড়েছে। আপাতত তিনি আইসোলেশনে আছেন। এই মুহূর্তে লেস্টারশায়ারের বিরুদ্ধে ভারত যে প্রস্তুতি ম্যাচ চলছে তাতে শনিবার মাঠে নামেননি রোহিত। কিন্তু শুক্রবার তিনি নেমেছিলেন। সেটাই চিন্তায় রাখছে টিম ম্যানেজমেন্টকে। শুক্রবার পর্যন্ত সতীর্থদের সঙ্গে স্বাভাবিকভাবেই মিশেছেন তিনি। ফলে অন্যদের মধ্যেও এই সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। যদিও এখনও পর্যন্ত আর কোনও ক্রিকেটারের করোনার খবর প্রকাশ্যে আসেনি।

[আরও পড়ুন: অবশেষে বিরাটের ব্যাটে রান, ঝকঝকে হাফ সেঞ্চুরি করে ফিরলেন বুমরাহর বলে]

এর আগে গত বছর সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে গিয়েই কোভিড (COVID-19) আক্রান্ত হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। সেই সিরিজে চারটি টেস্ট হওয়ার পরে পঞ্চম টেস্ট বাতিল হয়ে যায়। সিরিজে ভারত এগিয়ে আছে ২-১ ম্যাচের ব্যবধানে। অবশিষ্ট সেই টেস্টটিই এ বার এজবাস্টনে হওয়ার কথা। সেই ম্যাচে নামার আগে ফের ভারতীয় শিবিরে করোনা ভারতের প্রস্তুতিতে বড়সড় প্রভাব পড়তে পারে।

[আরও পড়ুন: ইংল্যান্ডে ব্যস্ত দ্রাবিড়, লক্ষ্মণের কোচিংয়েই আয়ারল্যান্ড সিরিজের প্রস্তুতি ভারতের]

প্রসঙ্গত, দিনকয়েক আগে করোনা আক্রান্ত হয়েছিলেন বিরাট কোহলিও। দেশের মাটিতে ভারত যখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলছিল, তখন সপরিবারে বিরাট কোহলি (Virat Kohli) ছুটি কাটাচ্ছিলেন মালদ্বীপে। ভারতে ফেরার পরই কোভিড থাবা বসায় তাঁর শরীরে। দেশে ফিরেই হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন তাঁরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement