shono
Advertisement

অদ্ভুত কারণে দু’ঘণ্টা পিছিয়ে গেল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ! নজরে টিম ইন্ডিয়ার ওপেনিং

গত ম্যাচে ক্যারিবিয়ান ব্যাটাররা ভারতীয় স্পিন আক্রমণ সামলাতেই পারেননি।
Posted: 04:23 PM Aug 01, 2022Updated: 06:10 PM Aug 01, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ম্যাচে অনায়াসে জিতেছে রোহিত শর্মার ভারত। সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও জয় মানে সিরিজ জয়ের লক্ষ্যে আরও এগিয়ে যাবে টিম, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিও আরও ভাল ভাবে নিয়ে রাখা যাবে। প্রথম ম্যাচে শুধু টিমের অলরাউন্ড পারফরম্যান্স জেতায়নি ভারতকে, একই সঙ্গে রোহিত শর্মার তুখোড় অধিনায়কত্বও জয়ের নেপথ্যে কাজ করেছে। রবিচন্দ্রন অশ্বিন, রবি বিষ্ণোই এবং রবীন্দ্র জাদেজা- তিন স্পিনারকে প্রথম ম্যাচে খেলায় ভারত। এবং ক্যারিবিয়ান ব্যাটাররা ভারতীয় স্পিন আক্রমণ সামলাতেই পারেননি। তবে সমস্যা হল এদিন অদ্ভুত এক কারণে দু’ঘণ্টা পিছিয়ে গেল ম্যাচ।

Advertisement

ভারতীয় সময় রাত ৮টায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে রাত ১০টায় শুরু হবে বলে জানানো হল। কারণ দলের কিছু গুরুত্বপূর্ণ লাগেজ ত্রিনিদাদ থেকে সেন্ট কিটসে আসছে দেরি হচ্ছে। এক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডেরও কিছু করার নেই। সেই কারণেই দুঃখপ্রকাশ করে নয়া আপডেট দিয়েছে বোর্ড।

প্রথম ম্যাচ জেতার পর ফুরফুরে মেজাজেই রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা (Team India)। দ্বিতীয় ম্যাচে জয় ছাড়াও আরও একটা ব্যাপার দেখে নিতে চাইবে ভারত। রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে প্রয়োজন পড়লে কে ওপেন করতে পারবেন? আসলে ওয়েস্ট ইন্ডিজ সফরে নেই কেএল রাহুল। তাই ওপেনিং স্লটে কে কেমন করেন, দেখে নিচ্ছে ভারত। প্রথম ম্যাচে সূর্যকুমার যাদব ওপেন করেছিলেন রোহিতের সঙ্গে। গত ইংল্যান্ড সিরিজে ঋষভ পন্থকে দেখা গিয়েছিল ভারত অধিনায়কের ওপেনিং পার্টনার হিসেবে।

[আরও পড়ুন: পার্থ গ্রেপ্তারের পর তৃণমূলের চেয়ারম্যান ও জেলা সভাপতি পদে রদবদল, দেখে নিন তালিকা]

যা খবর, তাতে ভারতের এশিয়া কাপের (Asia Cup 2022) যে টিম হবে, সেই টিমটাই খুব সম্ভবত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলবে। এশিয়া কাপের টিমে ভারতীয় টিমে প্রত্যাবর্তন করবেন বিরাট কোহলি (Virat Kohli), কেএল রাহুলরা। কিন্তু বিশ্বকাপ-উত্তর সময়ে কারা ভারতীয় টিমে খেলবেন, সেটাও দেখে রাখা দরকার। অর্শদীপ সিং যেমন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে বেশ ভাল বল করেছেন। তাঁর কৃপণ বোলিংয়ের সামনে পড়ে ভাল রকম ভুগেছে ওয়েস্ট ইন্ডিজ। আর দীনেশ কার্তিক? তাঁর তো আবার মোটামুটি পুনর্জন্ম হয়েছে। মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) অবসরের পর টিমের ফিনিশারের স্লট এতদিন ফাঁকা পড়েছিল। গত আইপিএলে তো বটেই, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গত ম্যাচেও কার্তিক দেখিয়ে দিয়েছেন যে, ফিনিশারের ভূমিকা পালনে তিনি যথেষ্ট দক্ষ।

সাঁইত্রিশ বছরের কার্তিক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গত ম্যাচে মাত্র ১৯ বলে ৪১ রানে অপরাজিত ছিলেন। শেষ দু’ওভারে সেই ম্যাচে ৩৬ রান তুলেছিলেন কার্তিক। টি-টোয়েন্টি সিরিজের বাকি ম্যাচগুলোতেও যদি একইরকম পারফর্ম করেন কার্তিক, বিশ্বকাপের টিমে যে থাকবেন, লিখে ফেলা যায়।

আজ টিভিতে
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ
দ্বিতীয় টি-টোয়েন্টি, সেন্ট কিটস, রাত ৮.০০
ডিডি স্পোর্টস

[আরও পড়ুন: রাজ্য মন্ত্রিসভায় ৫-৬ নতুন মুখ, রদবদল হবে বুধবার, জানালেন মুখ্যমন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement