shono
Advertisement

‘নতুন জাহির খান পেয়ে গিয়েছে ভারত’, ‘টিম ইন্ডিয়া’র তরুণ বোলারের প্রশংসায় পাক ক্রিকেটার

একসময়ে ভারতের বোলিং বিভাগকে নেতৃত্ব দিতেন জাহির।
Posted: 06:51 PM Oct 01, 2022Updated: 06:51 PM Oct 01, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ক্যাচ ছেড়েছিলেন তিনি। তার পরে তাঁকে নিয়ে জোর চর্চা হয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডে-তে সেই তিনি প্রোটিয়াদের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন। প্রথম ওভারেই নেন তিন-তিনটি উইকেট। সেই অর্শদীপ সিংয়ের (Arshdeep Singh) মধ্যে জাহির খানের ছায়া দেখতে পেয়েছেন পাকিস্তানের কামরান আকমল (Kamran Akmal)। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন, ”অর্শদীপ অবিশ্বাস্য বোলার। ভারতের নতুন জাহির খান ও।” 

Advertisement

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অর্শদীপ সিং চার ওভার হাত ঘুরিয়ে তিনটি উইকেট নেন। রান দেন ৩২। নিজের প্রথম ওভারেই প্রোটিয়াদের ব্যাটিং বিভাগে আঘাত হানেন অর্শদীপ। ভারতের বাঁ হাতি  পেসার সম্পর্কে কামরান আকমল বলছেন, ”অর্শদীপের হাতে পেস এবং সুইং দুই আছে। ওর বোলিং ইন্টেলিজেন্স রয়েছে। মানসিক দিক থেকেও শক্তিশালী। নিজের ক্ষমতা জানে। পরিস্থিতি অনুযায়ী নিজের অস্ত্রগুলো প্রয়োগ করে।”  

[আরও পড়ুন: জেমাইমার ব্যাটিং দাপট, এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হেলায় হারাল ভারত]

চলতি বছরে অনুষ্ঠিত আইপিএলে অর্শদীপের পারফরম্যান্স বেশ ভালই। ইংল্যান্ড সফরে অভিষেক ঘটেছিল তাঁর। ওয়েস্ট ইন্ডিজ সফরে সাতটি উইকেট দখল করেন অর্শদীপ। এশিয়া কাপে তাঁকে নিয়ে কম চর্চা হয়নি। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের মোক্ষম সময়ে আসিফ আলির ক্যাচ ফেলে দেন অর্শদীপ। শেষ ওভারে তিনি উইকেট পেলেও পাকিস্তানকে বেঁধে রাখতে পারেননি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে অর্শদীপ বলকে কথা বলান।

তাঁর প্রশংসা করে কামরান আকমল বলেন, ”শুরুতেই রসোউর উইকেট তুলে নেয় অর্শদীপ। পরে ডি’ কককে আউট করে। তবে আমার মতে ডেভিড মিলারের উইকেটটাই সেরা। কারণ বাইরে বেরিয়ে যাওয়া ডেলিভারি থেকে হঠাতই ইনসুইঙ্গার করে মিলারকে তুলে নেয় অর্শদীপ। পরিণত বোলিং করেছে। বলে গতি আছে। এখন ওর বয়স কম। এটা ভারতের জন্য ভাল দিক। কারণ জাহির খানের পরে একজন বাঁ হাতি পেসার দরকার ছিল ওদের।” টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলে রয়েছেন অর্শদীপ। অস্ট্রেলিয়ার মাটিতে অর্শদীপ কী করেন, সেটাই এখন দেখার।  

[আরও পড়ুন: এগিয়ে আসছে আইএসএল, তিন তারকা ফুটবলারের সঙ্গে নতুন চুক্তি করল মোহনবাগান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement