shono
Advertisement

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরেই মুখ থুবড়ে পড়ল ইংল্যান্ড, অ্যাডিলেডে অজিদের কাছে দর্প চূর্ণ ইংল্যান্ডের

ডেভিড মালান দুরন্ত সেঞ্চুরি করেন।
Posted: 07:51 PM Nov 17, 2022Updated: 08:14 PM Nov 17, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত রবিবারই টি-টোয়েন্টি (ICC T-20 World Cup) বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড (England)। আজ, ১৭ নভেম্বর অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই হার মানল ইংরেজবাহিনী। অ্যাডিলেডে অনুষ্ঠিত প্রথম ওয়ানডে ম্যাচে অজিরা জিতল ৬ উইকেটে। ১৯ বল বাকি থাকতেই ইংল্যান্ডকে হারাল তারা। যদিও দুটো ফরম্যাট সম্পূর্ণ আলাদা। ইংল্যান্ড অবশ্য একাধারে ৫০ ওভার ও টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন।

Advertisement

অবশ্য বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরে হোঁচট খাওয়া নতুন ব্যাপার নয়। ১৯৮৩ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল কপিলদেবের ভারত। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ঘরের মাঠে এসে নাকানিচোবানি খাইয়ে ভারতকে হারিয়েছিল। অবশ্য ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজ এখনও শেষ হয়নি। সবে প্রথম ম্যাচ হয়েছে। প্রথম ম্যাচেই অজিরা জিতেছে। সিরিজের ফলাফল কী হবে, তা বলবে সময়।  

[আরও পড়ুন: বিক্রি হল মারাদোনার ঐতিহাসিক ‘হ্যান্ড অফ গড’ বল, জানেন কত দামে?]

বৃহস্পতিবার ইংল্যান্ড ৫০ ওভারে করে ৯ উইকেটে ২৮৭ রান। ডেভিড মালান ১৩৪ রানের ইনিংস খেলেন। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৪৬.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৯১ রান করে ম্যাচ জিতে যায়। অস্ট্রেলিয়ার ইনিংসে উল্লেখযোগ্য রান করেন ডেভিড ওয়ার্নার (৮৬), ট্রাভিস হেড (৬৯) ও স্টিভ স্মিথ (অপরাজিত ৮০)। ম্যাচ হেরে গেলেও ডেভিড মালানকেই ম্যাচের সেরা ঘোষণা করা হয়েছে।

ইংল্যান্ডের রান তাড়া করতে নেমে ডেভিড ওয়ার্নার ও ট্র্যাভিস হেড ১৪৭ রানের পার্টনারশিপ গড়েন। ট্র্যাভিস হেড ব্যক্তিগত ৬৯ রানে আউট হন। দুই অজি ওপেনারই অস্ট্রেলিয়াকে শক্ত ভিতের উপরে দাঁড় করিয়ে দেন। ম্যাচ জিততে অবশ্য সমস্যা হয়নি অস্ট্রেলিয়ার। কারণ ওয়ার্নার, স্মিথও মারমুখী ব্যাটিং করেন। ইংল্যান্ডের বোলারদের রীতিমতো শাসন করেন অজি ব্যাটসম্যানরা। 

[আরও পড়ুন: দেখানো যাবে না ক্লিভেজ, নিষেধাজ্ঞা মিনি স্কার্টেও! বিশ্বকাপে ‘অশালীন’ পোশাক পরলেই জেল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement