shono
Advertisement

লেথামের দুরন্ত সেঞ্চুরি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হার ভারতের

শুক্রবারের ম্যাচে দুই ভারতীয় বোলারের অভিষেক হয়।
Posted: 02:51 PM Nov 25, 2022Updated: 09:44 PM Nov 25, 2022

ভারত: ৩০৬/৭ ( শ্রেয়স ৮০, শিখর ৭২, ফার্গুসন ৩/৫৯)
নিউজিল্যান্ড: ৩০৯/৩ (লেথাম ১৪৫ , উইলিয়ামসন ৯৪)
নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী। 
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলছে ভারত। সেই সিরিজের প্রথম ম্যাচেই ভারতকে হারিয়ে দিল নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে ৩০৬ রান তোলে ভারত। হাফসেঞ্চুরি করেন শ্রেয়স আইয়ার, শিখর ধাওয়ান ও শুভমন গিল। মাত্র তিন উইকেট খুইয়ে সেই রান তুলে ফেলে কেন উইলিয়ামসনের দল।

Advertisement

শুক্রবারের ম্যাচে অভিষেক হয় দুই ভারতীয় বোলারের। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স করেছেন অর্শদীপ সিং। এদিন তাঁর ওয়ানডে অভিষেক হল। তবে আগের দুই মেগা টুর্নামেন্টের দুরন্ত ফর্ম ধরে রাখতে পারলেন না তিনি। আইপিএলে গতির ঝড় তোলা উমরান মালিকও এদিন প্রথমবার জাতীয় দলের জার্সি পরে ওয়ানডে ম্যাচ খেললেন। দু’টি উইকেট তুলে নিয়ে ফের উজ্জ্বল হয়ে উঠলেন জম্মু-কাশ্মীরের এই বোলার।

[আরও পড়ুন: নাইট ক্লাবে গিয়ে দুধ খেতেন ইমরান খান! মজাদার তথ্য ফাঁস সতীর্থ আক্রমের]

টসে জিতে এদিন ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন কেন উইলিয়ামসন। ওপেনিং জুটিতেই ১২৪ রান তোলেন শিখর ধাওয়ান ও শুভমন গিল। দু’জনেই হাফসেঞ্চুরি করেন। তিন নম্বরে নেমে ৮০ রানের দুরন্ত ইনিংস খেলেন শ্রেয়স আইয়ার। শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলছিলেন নাইট অধিনায়ক। দলের রান বাড়াতে আক্রমণাত্মক শট খেলতে গিয়েই উইকেট খোয়ান তিনি। অন্যদিকে শ্রেয়সের সঙ্গে জুটি বেঁধে মারমুখী ব্যাটিং করেন ওয়াশিংটন সুন্দর। তবে এদিন একেবারেই ভাল খেলতে পারেননি সূর্যকুমার যাদব। মাত্র ৪ রান করেই ফিরে যান তিনি। ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ৩০৬ রান তোলে ভারত।

৩০৭ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে ধাক্কা খায় কিউয়ি শিবির। পাওয়ার প্লের মধ্যেই ওপেনার ফিন অ্যালেনের উইকেট হারায় নিউজিল্যান্ড। ১৬-তম ওভারে ডেভন কনওয়কে আউট করে ওয়ানডেতে নিজের প্রথম উইকেটটি তুলে নেন উমরান মালিক। এরপর ড্যারেল মিচেলের উইকেটও তুলে নেন তিনি। জাতীয় দলের হয়ে এদিনই ওয়ানডেতে অভিষেক হয় উমরান মালিকের। দ্রুত তিন উইকেট হারালেও ম্যাচের হাল ধরেন কেন উইলিয়ামসন। টম লেথামের সঙ্গে জুটি বেঁধে প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠে নিউজিল্যান্ড। দু’শো রানের পার্টনারশিপ গড়েন তাঁরা। তারপরেই মারমুখী ব্যাটিং শুরু করেন ল্যাথাম। সেঞ্চুরি হাঁকিয়ে দলকে ম্যাচ জেতান তিনি। 

[আরও পড়ুন:বাইনোকুলারে বিয়ার ভরে কাতার বিশ্বকাপের স্টেডিয়ামে দর্শক! ভাইরাল অভিনব কীর্তি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement