shono
Advertisement

প্রত্যাবর্তনের ম্যাচে পেনাল্টি মিস রোনাল্ডোর, ড্র করেও কোপা ইটালিয়ার ফাইনালে জুভেন্তাস

লা লিগায় আজ নামছে মেসির বার্সেলোনা। The post প্রত্যাবর্তনের ম্যাচে পেনাল্টি মিস রোনাল্ডোর, ড্র করেও কোপা ইটালিয়ার ফাইনালে জুভেন্তাস appeared first on Sangbad Pratidin.
Posted: 08:54 AM Jun 13, 2020Updated: 04:52 PM Jun 13, 2020

জুভেন্তাস: ০ (১)
এসি মিলান: ০ (১)
দুই পর্ব মিলিয়ে ম্যাচের ফলাফল ১-১, অ্যাওয়ে গোলের ভিত্তিতে ফাইনালে জুভেন্তাস। 

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা আতঙ্ক কাটিয়ে অবশেষে ছন্দে ফিরল ইটালির ফুটবল। কোপা ইটালিয়ার সেমিফাইনাল দিয়ে মাঠে ফিরল ইটালিয় ফুটবলের অন্যতম সফল দুই দল জুভেন্তাস (Juventus F.C.) এবং এসি মিলান (AC Milan)। সেয়ানে সেয়ানে টক্কর হলেও প্রথম ম্যাচে গোল দেখতে পেলেন না সমর্থকরা। ইটালির সবচেয়ে ঐতিহ্যবাহী দুই দলের খেলা শেষ হল গোলশূন্যভাবে। পেনাল্টি মিস করে সমর্থকদের হতাশ করলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। তবে ড্র করলেও প্রথম পর্বে এগিয়ে থাকার দরুন রোনাল্ডোর ক্লাব জুভেন্তাস পৌঁছে গেল কোপা ইটালিয়ার ফাইনালে।

করোনা নামক মহামারির আতঙ্ক কাটিয়ে ইউরোপের মাটিতে ধীরে ধীরে ফিরছে ফুটবল। জার্মানির বুন্দেশলিগা-সহ কয়েকটি দেশের জাতীয় লিগ আগেই শুরু হয়েছে। কিন্তু তথাকথিত মহাতারকাদের আগমন বাকি ছিল। সমর্থকরাও চাতক পাখির মতো অপেক্ষায় ছিলেন,কবে মেসি-রোনাল্ডো-সুয়ারেজ-হ্যাজার্ডদের মতো মহাতারকারা মাঠে নামবেন। তথাকথিত এই মহাতারকাদের মধ্যে প্রথম মাঠে নামলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কোপা ইটালিয়ার সেমিফাইনালে এসি মিলানের বিরুদ্ধে। দীর্ঘ বিরতির পর রোনাল্ডোর এই প্রত্যাবর্তনের দিকে তাকিয়েছিল ফুটবল বিশ্ব। অপেক্ষা ছিল কোনও মহারাজকীয় পারফরম্যান্সে তিনি মহামারির আতঙ্কে ত্রস্ত ফুটবল বিশ্বকে এক মুহূর্তের জন্য ভুলিয়ে দেবেন সবকিছু। কিন্তু দীর্ঘ বিরতির পর প্রথম ম্যাচে ফিরেই ম্যাজিক দেখানো যে খুব একটা সহজ কাজ নয়, তা বোঝা গেল শুক্রবার রাতে রোনাল্ডোর খেলা দেখেই। সেভাবে কোনও সুযোগ তৈরি করতে পারলেন না। ‘হাফ চান্স’ পেলেও তা কাজে লাগাতে পারলেন না। উলটে দল পেনাল্টি পেলেও ৬ গজ দূর থেকে বারপোস্টে হিট করলেন সিআর সেভেন। রোনাল্ডোর এই সুযোগ নষ্টের সুযোগ অবশ্য এসি মিলানও নিতে পারেনি। গোটা ম্যাচে গোল করতে না পারায় দুই পর্ব মিলিয়ে হারতে হয়েছে তাঁদের। প্রথম পর্বে অ্যাওয়ে ম্যাচে মিলানের বিরদ্ধে ১-১ গোলে ড্র করেছিল জুভেন্তাস। সেই অ্যাওয়ে গোলের সুবাদেই তাঁরা পোঁছে গেল কোপার ফাইনালে।

[আরও পড়ুন: করোনা আবহেই মাঠের বাইরের লড়াইয়ে মেসিকে টেক্কা, ফুটবলের ‘বিরলতম পুরুষ’ হলেন রোনাল্ডো]

এদিকে রোনাল্ডোর ব্যর্থতার পরের দিনই আজ মাঠে নামছেন আরেক মহাতারকা লিওনেল মেসি (Lionel Messi)। লা লিগার ম্যাচে মেসির ক্লাব বার্সেলোনার (FC Barcelona) প্রতিদ্বন্দ্বী মালোর্কা। যাদের কিনা প্রথম পর্বে ৫-২ গোলে হারিয়েছিলেন সুয়ারেজরা। লিগে এখন তাঁদের অবস্থান ১৮ নম্বরে। তাই বার্সার জয় নিয়ে সংশয় থাকার কথা নয়। কিন্তু দীর্ঘ বিরতির পর দর্শকশূন্য মাঠে বার্সার মহাতারকারা নিজেদের সেরাটা দিতে পারেন কিনা, সেটাই দেখার।

The post প্রত্যাবর্তনের ম্যাচে পেনাল্টি মিস রোনাল্ডোর, ড্র করেও কোপা ইটালিয়ার ফাইনালে জুভেন্তাস appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement