shono
Advertisement

ফের চমক, এবার মোহনবাগানের ৯ নম্বর জার্সি গায়ে চাপাচ্ছেন এই বিশ্বকাপার

অজি তারকার কেরিয়ার গ্রাফও বেশ উজ্জ্বল।
Posted: 04:22 PM Jul 18, 2022Updated: 07:39 PM Jul 18, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পল পোগবার ভাই ফ্লোরেন্টিন পোগবাকে সই করিয়ে চমক দিয়েছিল মোহনবাগান। আসন্ন আইএসএলে সাফল্য পেতে ফের ধামাকা গঙ্গাপারের ক্লাবে। এবার সবুজ-মেরুনে সই করলেন বিশ্বকাপে খেলা অস্ট্রেলীয় স্ট্রাইকার। 

Advertisement

২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলেছিলেন অজি স্ট্রাইকার দিমিত্রিয়াস পারট্রোটাস। সেই তারকাই এবার খেলবেন সবুজ-মেরুন জার্সি গায়ে। ইতিমধ্যেই নতুন করে দুই বিদেশিকে সই করিয়ে ফেলেছে মোহনবাগান। এছাড়া গত মরশুমের তিন বিদেশিকে ধরে রেখেছে দল। ছয় নম্বর বিদেশি হিসেবে কোচ জুয়ান ফেরান্দো এমন এক ফুটবলারের খোঁজ করছিলেন, যিনি ফরোয়ার্ডের পাশাপাশি অ্যাটাকিং মিডিও হিসেবেও খেলতে পারেন। মনের মতো তারকা পেয়ে গেলেন তিনি। তাও আবার যাঁর বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা রয়েছে। দেশের পাশাপাশি পেশাদার ক্লাব ফুটবলেও স্ট্রাইকার এবং অ্যাটাকিং মিডিও হিসেবে খেলেছেন দিমিত্রিয়াস। শুধু তাই নয়, উইঙ্গার হিসেবেও স্বচ্ছন্দ ২৯ বছরের তারকা।

[আরও পড়ুন: ‘BJP’র ক’জন বিধায়ক আছে নিজেরাও জানে না’, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়ে কটাক্ষ অভিষেকের]

অজি তারকার কেরিয়ার গ্রাফও বেশ উজ্জ্বল। বিশ্বকাপে অংশ নেওয়ার পাশাপাশি অস্ট্রেলীয় লিগ জয়ী দলের সদস্যও ছিলেন তিনি। এছাড়াও ব্রিসবেন রোয়ার্সের মতো শক্তিশালী ক্লাবের জার্সিতেও পেয়েছেন সাফল্য। সৌদি আরবের ক্লাব আল ওয়েদায় খেলার পর গত মরশুমে এ লিগের ক্লাব ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের জার্সিতেও খেলেছেন তিনি। রাশিয়া বিশ্বকাপে যাঁকে দলের হয়ে ৯ নম্বর জার্সিতে দেখা গিয়েছিল, এবার তিনিই সবুজ-মেরুনের ৯ নম্বর জার্সি গায়ে চাপাবেন। এর আগে শিশির ঘোষের মতো স্ট্রাইকার, নাইজেরীয় গোলমেশিন ওডাফা ওকোলি মোহনবাগানে খেলেছেন ৯ নম্বর জার্সি পরে। এবার সেই ঐতিহ্য বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পাচ্ছেন দিমিত্রিয়াস। 

উল্লেখ্য, রক্ষণ শক্তিশালী করতে ইতিমধ্যেই এশিয়ান কোটার বিদেশি হিসেবে ২৯ বছরের ব্রেন্ডন হ্যামিলকে সই করিয়েছে মোহনবাগান। এরপরই ফ্লোরেন্টিনকে পেয়ে যায় সবুজ-মেরুন শিবির। এবার ভারতীয় তারকা মনবীর সিং, লিস্টন কোলাসোর সঙ্গে ফরোয়ার্ডের তালিকায় নাম জুড়ে গেল বিশ্বকাপার দিমিত্রিয়াসের।

[আরও পড়ুন: দমকল দুর্নীতি: জরিমানার মুখে PSC, আরও বাড়ল নিয়োগে স্থগিতাদেশের মেয়াদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement