shono
Advertisement

৪১তম সেঞ্চুরি হাঁকিয়ে বিরল রেকর্ডের মালিক কোহলি

এবার কোন রেকর্ড ঝুলিতে ভরলেন তিনি? The post ৪১তম সেঞ্চুরি হাঁকিয়ে বিরল রেকর্ডের মালিক কোহলি appeared first on Sangbad Pratidin.
Posted: 01:36 PM Mar 09, 2019Updated: 01:36 PM Mar 09, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট কেরিয়ারে বিদ্যুৎ গতিতে এগিয়ে চলেছেন তিনি। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে উসেইন বোল্ড যদি থান্ডার বোল্ড হন, তবে ক্রিকেট মাঠে নিঃসন্দেহে বিরাটকে থান্ডার কোহলি বলা যেতেই পারে। ব্যাট হাতে বাইশ গজে তাঁর অবির্ভাব মানেই রেকর্ডের তালিকা দীর্ঘ হওয়া। নাগপুরে ৪০ তম ওয়ানডে সেঞ্চুরি করে বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ শতরানের নজির গড়েছিলেন ভারত অধিনায়ক। ছুঁয়ে ফেলেছিলেন সেই ক্লাবের একমাত্র সদস্য শচীন তেণ্ডুলকরকে (৪৯)। রাঁচিতেও অপ্রতিরোধ্য বিরাট। সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জেতাতে না পারলেও ব্যক্তিগতভাবে ফের একটি বিরল রেকর্ডের মালিক হলেন তিনি।

Advertisement

[কোহলির বিরাট সেঞ্চুরিতেও হল না শেষরক্ষা, ধোনির ঘরের মাঠে হার ভারতের]

প্রথম দু’ম্যাচে ভারতীয় দলের সামনে মুখ থুবড়ে পড়লেও তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সিরিজে আপাতত ভারত এগিয়ে ২-১-এ। কিন্তু রাঁচিতে অজিবাহিনী ৩২ রানে জেতায় ফের জমে উঠেছে সিরিজ। তৃতীয় ম্যাচ জিতে ভারতের সিরিজ জয়ের স্বপ্ন অধরা থেকে গেলও ঠিকই, কিন্তু বিরাটের রেকর্ড গড়ার ব্যতিক্রম ঘটল না। কেরিয়ারে প্রথমবার ব্যাটিং গড় ৬০ পেরলো তাঁর। ৯৫ বলে ১২৩ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেই এই অবিশ্বাস্য মাইলফলকে পৌঁছে গেলেন ক্যাপ্টেন কোহলি। ২১৭ টি ইনিংসে বিরাটের ব্যাটিং গড় ৬০.০৮। যে তালিকায় তাঁর সামনে রয়েছেন শুধু মাইকেল বেভান। তবে, বিরাটের তুলনায় অনেক কম ইনিংসে এই রেকর্ড রয়েছে তাঁর। ১০২টি ইনিংসে অজি তারকা ব্যাটিং গড় ৬২.১৩। তৃতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ভিভ রিচার্ডস। তবে প্রথম ছ’য়ে বিরাট ছাড়া আর কোনও ভারতীয় তারকা নেই। ১০০ ইনিংসে তাঁর গড় ৫৬.৮৮।

[ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল সোনির, আই লিগের শেষ ম্যাচে জয় পেল মোহনবাগান]

এর পাশাপাশি অধিনায়ক হিসেবে রিকি পন্টিংয়ের আরও কাছাকাছি পৌঁছে গেলেন কোহলি। নেতা হিসেবে সর্বোচ্চ ২২টি সেঞ্চুরির মালিক পন্টিং। ১৯টি শতরান ঝুলিতে ভরে দু’নম্বরে রয়েছেন কোহলি।

The post ৪১তম সেঞ্চুরি হাঁকিয়ে বিরল রেকর্ডের মালিক কোহলি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement