shono
Advertisement

করোনায় আক্রান্ত কিংবদন্তি অ্যাথলিট মিলখা সিং, কেমন আছেন তিনি?

বৃহস্পতিবারই সামনে আসে মিলখা সিংয়ের করোনা আক্রান্ত হওয়ার খবরটি।
Posted: 04:07 PM May 20, 2021Updated: 06:35 PM May 20, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার মারণ করোনায় (Covid-19) আক্রান্ত হলেন কিংবদন্তি অ্যাথলিট মিলখা সিং (Milkha Singh)। বুধবার বিকেলেই তাঁর করোনা ধরা পড়ে। আর বৃহস্পতিবার তা প্রকাশ্যে আসে। সংবাদসংস্থা পিটিআইকে তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবর নিজেই জানিয়েছেন ৯১ বছরের এই তারকা অ্যাথলিট। যদিও তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল। আপাতত চণ্ডীগড়ে নিভৃতবাসে রয়েছেন তিনি। তবে কোভিড হলেও মোটেও ভয় পাচ্ছেন না এশিয়ান গেমসে পাঁচবারের স্বর্ণপদকজয়ী মিলখা। বরং তাঁর গলায় সেই পুরনো তেজই যেন ঝড়ে পড়েছে।

Advertisement

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সম্প্রতি মিলখার বাড়ির দুজন কাজের লোক করোনায় আক্রান্ত হন। তারপরই বাড়ির প্রত্যেকের টেস্ট নেগেটিভ এলেও, তাঁর রিপোর্ট পজিটিভ আসে। যদিও তাতে বিন্দুমাত্র চিন্তিত নন মিলখা। জানান, চিকিৎসকদের মতে তিনি তিন-চারদিনেই সেরে উঠবেন। এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে মিলখা বলেছেন, “বুধবার বিকেলে জগিং করে বাড়ি ফেরার পরেই শুনি আমার রিপোর্ট পজিটিভ। কিছুটা অবাকই হয়ে যাই। কারণ আমার দেহে কোনও উপসর্গ নেই। সম্পূর্ণ সুস্থ রয়েছি। চিন্তা করার কোনও কারণ নেই। চিকিৎসকরা জানিয়েছেন, খুব দ্রুত ঠিক হয়ে যাব।” এদিকে, মিলখা সিংয়ের স্ত্রী জানান, গতকাল বিকেলে একটু জ্বর এসেছিল। কিন্তু এখন সেটাও কমে গিয়েছে। ৯১ বছর বয়স হলেও এখনও কোভিডের টিকা নেননি মিলখা। তবে ঠিক করেছেন, কোভিড থেকে সেরে উঠলেই টিকা নিয়ে নেবেন। পাশাপাশি দেশবাসীকেও করোনার টিকা নেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। এদিকে, মিলখা সিংয়ের ছেলে জীব মিলখা সিং বর্তমানে দুবাইয়ে রয়েছেন। তিনিও সামনের সপ্তাহেই দেশে ফিরবেন।

[আরও পড়ুন: ভারতে করোনার নতুন প্রজাতি ছড়ানোর নেপথ্যে ধর্মীয় জমায়েত! মেনে নিল ICMR]

এদিকে, মিলখা সিংয়ের করোনা আক্রান্ত হওয়ার দিনে মিলল আরও এক দুঃসংবাদ। প্রয়াত হয়েছেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার পাঞ্জাবের রাহুল কুমার। বৃহস্পতিবার ভোর রাত আড়াইটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই লিভারের সমস্যায় ভুগছিলেন পাঞ্জাবের এই ফুটবলারটি। জলন্ধরের টেগোর হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। চিকিৎসকরা একপ্রকার জবাব দিয়েই দিয়েছিলেন। শেষেরদিকে তাঁর কিডনি পুরোপুরি বিকল হয়ে গিয়েছিল। প্রসঙ্গত, ২০১০ সালে মোহনবাগানের হয়ে খেলেছিলেন তিনি। ওই সময় ময়দানে প্রচুর পাঞ্জাবি খেলোয়াড় সুযোগ পেয়েছিলেন। কেউ সবুজ-মেরুনে, তো কেউ ইস্টবেঙ্গলে। তাঁদেরই একজন ছিলেন এই রাহুল কুমার। সবুজ-মেরুন জার্সিতে বেশ নজরও কেড়েছিলেন তিনি। মোহনবাগান ছাড়াও খেলেছেন চিরাগ ইউনাইটেড, সালগাওকরের মতো দলের হয়েও। তাঁর মৃত্যুতে ময়দানে নেমে এসেছে শোকের ছায়া।

[আরও পড়ুন: করোনা যুদ্ধে ‘রেড ভলান্টিয়ার্স’দের চ্যালেঞ্জ ছুঁড়ে সেবার কাজে আরএসএসের ‘সেভিয়ার্স’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement