shono
Advertisement

Tokyo Olympics: পদকজয়ের লক্ষ্যে কখন মাঠে নামছেন সানিয়া-সিন্ধু-মেরি কমরা?

দেখে নিন দেশের টপ অ্যাথলিটদের ক্রীড়াসূচি।
Posted: 07:10 PM Jul 21, 2021Updated: 07:10 PM Jul 21, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে আর এক সপ্তাহও সময় নেই। তারপরই করোনা আবহে (Corona Pandemic) জাপানে আয়োজিত হতে চলেছে টোকিও অলিম্পিক (Tokyo Olympics 2021)। পদকজয়ের জন্য ১২০ জনেরও বেশি ভারতীয়র দিকে তাকিয়ে থাকবে গোটা ভারত। তবে তাঁদের মধ্যেই কয়েকজন আবার পদক জয়ের অন্যতম দাবিদার। কবে কখন মাঠে নামবেন তাঁরা? দেখে নিন সেই তালিকা:

Advertisement

১. মেরি কম (বক্সিং): মহিলাদের ফ্লাইওয়েট রাউন্ড ম্যাচ (২৫ জুলাই, সকাল ৭.৩০)
** যদি ভারতীয় বক্সাররা কোয়ালিফাই করেন তাহলে ২৮ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত বক্সিংয়ের সব বিভাগের রাউন্ড অফ ১৬, ফাইনাল রাউন্ড, মেডেল ম্যাচ খেলবেন। সময় এখনও জানানো হয়নি।

২. সানিয়া মির্জা (টেনিস): ২৪ জুলাই থেকে ১ আগস্ট (অঙ্কিতা রায়নার সঙ্গে মহিলাদের ডাবলসে)
এছাড়া পুরুষদের সিঙ্গলসে নামবেন সুমিত নাগাল।

৩. অমিত পাঙ্ঘাল (বক্সিং): পুরুষদের ফ্লাইওয়েট রাউন্ড ম্যাচ (২৬ জুলাই, সকাল ৭.৩০)
** যদি ভারতীয় বক্সাররা কোয়ালিফাই করেন তাহলে ২৮ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত বক্সিংয়ের সব বিভাগের রাউন্ড অফ ১৬, ফাইনাল রাউন্ড, মেডেল ম্যাচ খেলবেন। সময় এখনও জানানো হয়নি।

[আরও পড়ুন: জন্মদিনে অনন্য সম্মান, AIFF-এর বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন সন্দেশ ঝিঙ্ঘান]

৪. পিভি সিন্ধু (ব্যাডমিন্টন): মহিলাদের সিঙ্গলস গ্রুপ স্টেজ (২৫ জুলাই, সকাল ৭:১০)
এরপর ২৬-২৯ জুলাই ভোর সাড়ে পাঁচটা থেকে হবে গ্রুপ স্টেজের বাকি ম্যাচগুলি।
মহিলাদের সিঙ্গলস কোয়ার্টার ফাইনাল (৩০ জুলাই, ভোর সাড়ে পাঁচটা) (যদি কোয়ালিফাই করেন)
মহিলাদের সিঙ্গলস সেমিফাইনাল (৩১ জুলাই, দুপুর আড়াইটে) (যদি কোয়ালিফাই করেন)
মহিলাদের সিঙ্গলস ফাইনাল (১ আগস্ট, বিকেল ৫টা) (যদি কোয়ালিফাই করেন)

৫. নীরজ চোপড়া, শিবপাল সিং (জ্যাভলিন থ্রো): কোয়ালিফিকেশন রাউন্ড (৪ আগস্ট, ভোর ৫:৩৫)
ফাইনাল (৭ আগস্ট বিকেল ৪:৩০) (যদি কোয়ালিফাই করেন)

৬. বজরং পুনিয়া (কুস্তি): পুরুষদের ৬৫ কেজি ফ্রি-স্টাইল রাউন্ড অব ১৬ এবং কোয়ার্টার ফাইনাল (৬ আগস্ট সকাল ৮টা)
সেমিফাইনাল (দুপুর ২:৪৫) (যদি কোয়ালিফাই করেন)
পুরুষদের ৬৫ কেজি ফ্রি-স্টাইল রিপচেজ রাউন্ড (৭ আগস্ট দুপুর ৩:১৫) (যদি কোয়ালিফাই করেন)
পুরুষদের ৬৫ কেজি ফ্রি-স্টাইল মেডেল ম্যাচ (৭ আগস্ট বিকেল ৪টে)

৭. প্রণতি নায়েক (জিমন্যাস্ট): আর্টিস্টিক জিমন্যাস্টিক- মহিলাদের যোগ্যতা অর্জন রাউন্ড (২৫ জুলাই, সকাল ৬.৩০ থেকে)
এরপর ২৯ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত মহিলাদের আর্টিস্টিক জিমন্যাস্টিকের অল-রাউন্ড এবং ইভেন্টগুলির ফাইনাল খেলা হবে। সময় এখনও জানানো হয়নি।

৮. দ্যুতি চাঁদ (অ্যাথলেটিক্স): মহিলাদের ১০০ মিটার রাউন্ড ১ (৩০ জুলাই, সকাল ৮:১০)
মহিলাদের ১০০ মিটার সেমিফাইনাল (৩১ জুলাই, দুপুর ৩:৪৫) (যদি কোয়ালিফাই করেন)
মহিলাদের ২০০ মিটার রাউন্ড ১ (২ আগস্ট, সকাল ৭:০০)
মহিলাদের ২০০ মিটার সেমিফাইনাল (২ আগস্ট, বিকেল ৩:৫৫) (যদি কোয়ালিফাই করেন)
মহিলাদের ২০০ মিটার ফাইনাল (৩ আগস্ট, সন্ধ্যে ৬:২০) (যদি কোয়ালিফাই করেন)

৯. সিএ ভবানী দেবী (ফেন্সিং): মহিলাদের ব্যক্তিগত বিভাগ (২৬ জুলাই, ভোর ৫.৩০)
মহিলাদের ব্যক্তিগত বিভাগের পরবর্তী রাউন্ড এবং মেডেল ম্যাচ (২৬ জুলাই, বিকেল ৪:২০) (যোগ্যতা অর্জন করলে)

১০. মীরাবাই চানু (ভারত্তোলক): মহিলাদের ৪৯ কেজি গ্রুপ বি  (২৪ জুলাই, সকাল ৬.২০)
মহিলাদের ৪৯ কেজি পদক রাউন্ড (২৪ জুলাই, সকাল ১০.২০) (যোগ্যতা অর্জন করলে)

হকি:
পুরুষ বিভাগ-
১) ভারত বনাম নিউজিল্যান্ড (২৪ শে জুলাই, সকাল ৬:৩০)
২) ভারত বনাম অস্ট্রেলিয়া (২৫ শে জুলাই, বিকেল ৩:০০)
৩) ভারত বনাম স্পেন (২৭ শে জুলাই, সকাল ৬:৩০)
৪) ভারত বনাম আর্জেন্টিনা (২৯ শে জুলাই, সকাল ৬:৩০)
৫) ভারত বনাম জাপান (৩০ শে জুলাই, বিকেল ৩:০০)

মহিলা বিভাগ-
১) ভারত বনাম নেদারল্যান্ডস (২৪ শে জুলাই, বিকেল ৫:১৫)
২) ভারত বনাম জার্মানি (২৬ শে জুলাই, বিকেল ৫:৪৫)
৩) ভারত বনাম গ্রেট ব্রিটেন (২৮ শে জুলাই, সকাল ৬:৩০)
৪) ভারত বনাম আয়ারল্যান্ড (৩০ শে জুলাই, সকাল ৮:১৫ )
৫) ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (৩১ শে জুলাই, সকাল ৮:৪৫)

পুরুষদের কোয়ার্টার ফাইনাল: ১ আগস্ট সকাল ৬টা থেকে (যদি ভারতীয় পুরুষ দল কোয়ালিফাই করে)
মহিলাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ: ২ আগস্ট সকাল ৬টা থেকে (যদি ভারতীয় মহিলা দল কোয়ালিফাই করে)
পুরুষদের সেমিফাইনাল: ৩ আগস্ট সকাল ৭টা থেকে (যদি ভারতীয় পুরুষ দল কোয়ালিফাই করে)
মহিলাদের সেমিফাইনাল: ৪ আগস্ট সকাল ৭টা থেকে (যদি ভারতীয় মহিলা দল কোয়ালিফাই করে)
পুরুষদের মেডেলের ম্যাচগুলি: ৫ আগস্ট সকাল ৭টা এবং ৩.৩০ থেকে (যদি ভারতীয় পুরুষ দল কোয়ালিফাই করে)
মহিলাদের মেডেলের ম্যাচগুলি: ৫ আগস্ট সকাল ৭টা এবং ৩.৩০ থেকে (যদি মহিলা পুরুষ দল কোয়ালিফাই করে)

[আরও পড়ুন: India vs Sri Lanka: রান তাড়া করার সময় কী পরামর্শ দিয়েছিলেন দ্রাবিড়? ফাঁস করলেন চাহার]

যদিও বর্তমানে আবার গেমস ভিলেজে বেড়েই চলেছে করোনার প্রকোপ। আক্রান্ত হচ্ছেন একের পর এক খেলোয়াড়। এই পরিস্থিতিতে অলিম্পিক আয়োজন নিয়েই আবার সংশয় দেখা দিয়েছে। আগামিদিনে যা নিয়ে বৈঠকেও বসতে পারেন অলিম্পিকের উদ্যোক্তারা। ফলে কিছুটা হলেও ঝুলে রয়েছে ঐতিহ্যশালী এই টুর্নামেন্টের ভাগ্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement