shono
Advertisement

জামা উড়িয়ে সোনা জয়ের উদযাপন, লর্ডসের সৌরভকে অনুকরণ? কী বলছেন লক্ষ্য সেন

প্রথমবার কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন লক্ষ্য।
Posted: 11:56 AM Aug 09, 2022Updated: 11:58 AM Aug 09, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাড্ডাহাড্ডি লড়াই করে প্রথমবার কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) সোনা জিতেছেন ভারতীয় শাটলার লক্ষ্য সেন। মালয়েশিয়ার প্রতিদ্বন্দ্বীর কাছে প্রথম গেম হেরেও দারুণ প্রত্যাবর্তন করে ম্যাচ জিতে নেন তিনি। রুদ্ধশ্বাস জয়ের পরে তাঁর সেলিব্রেশন নিয়েও যথেষ্ট চর্চা নেটদুনিয়ায়। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে লক্ষ্যের মিল খুঁজে পেয়েছেন নেটিজেনরা।

Advertisement

বার্মিংহ্যামের কমনওয়েলথ গেমসের শেষ দিনে ব্যাডমিন্টন সিঙ্গলসে সোনা জিতেছেন লক্ষ্য সেন (Lakshya Sen)। ফাইনালের প্রথম গেমে ভাল খেলেও হার মানতে বাধ্য হন তিনি। তবে ১৯-২১ ফলে গেম হেরেও নিজের প্রতি বিশ্বাস হারাননি তিনি। পরের গেমে দুরন্ত কামব্যাক করে ২১-৯ ফলে উড়িয়ে দেন প্রতিদ্বন্দ্বী এনজি জি ইয়ংকে। নির্ণায়ক গেমেও ২১-১৬ ফলে জয় পান লক্ষ্য।

[আরও পড়ুন: বাড়ি ফিরলেন কমনওয়েলথে সোনাজয়ী অচিন্ত্য, আগাম শারদোৎসব দেউলপুরে]

ম্যাচ জিতেই দর্শকদের দিকে র‍্যাকেট ছুঁড়ে দেন ভারতের নতুন তারকা। সেলিব্রেশন করতে গিয়ে নিজের জামা খুলে ফেলেন তিনি। ব্যাডমিন্টন কোর্টের চারদিক দিয়ে দৌড়ে দর্শকদের অভিবাদন গ্রহণ করেন তিনি। তারপরেই দর্শকদের উদ্দেশ্যে নিজের জামা ছুঁড়ে দেন লক্ষ্য (Lakshya Sen Celebration)। সেই ভঙ্গিমা দেখেই নেটিজেনদের মত, তাহলে কী সৌরভ গাঙ্গুলির সেলিব্রেশনের আদলেই নিজের জয় উপভোগ করলেন লক্ষ্য? প্রসঙ্গত, ২০০২ সালের ন্যাটওয়েস্ট ফাইনালে একইরকম ভাবে কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ বের করেছিল ভারত। লর্ডসের বারান্দায় সৌরভের সেই জামা ওড়ানো আইকনিক হয়ে গিয়েছে ভারতের খেলাধুলোর জগতে। 

তবে বার্মিংহ্যামের নায়ক লক্ষ্য জানিয়েছেন, সৌরভের (Sourav Ganguly) সেলিব্রেশন দেখা হয়নি তাঁর। তিনি বলেছেন, “আমি সৌরভের সেলিব্রেশন দেখিনি। একেবারেই নিজের মতো করেই আমার জয় উদযাপন করেছি। তবে এবার নিশ্চয়ই সৌরভের সেলিব্রেশন দেখব।” সেই সঙ্গে আরও জানিয়েছেন, “প্রথম গেমে পিছিয়ে পড়েও একবারের জন্যও মনে হয়নি ম্যাচ হেরে যাব। প্রথম গেম খুব ক্লোজ ছিল, যে কেউই জিততে পারত। দ্বিতীয় গেমের পরে ধারাবাহিকতা বজায় রাখতে চেষ্টা করেছি।”

[আরও পড়ুন: ২২টি সোনা জিতে পদক তালিকায় চতুর্থ স্থানে কমনওয়েলথ শেষ করল ভারত, কোন দেশ কোথায়?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement