shono
Advertisement

রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারে ভূষিত সর্দার সিং-দেবেন্দ্র ঝাঝারিয়া

পুরস্কার তুলে দিলেন দেশের নয়া রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। The post রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারে ভূষিত সর্দার সিং-দেবেন্দ্র ঝাঝারিয়া appeared first on Sangbad Pratidin.
Posted: 08:29 PM Aug 29, 2017Updated: 01:43 PM Oct 02, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক সর্দার সিং, প্যারালিম্পিকে সোনাজয়ী অ্যাথলিট দেবেন্দ্র ঝাঝারিয়ার হাতে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার তুলে দিলেন দেশের নয়া রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আগেই ঘোষণা হয়ে গিয়েছিল। আর মঙ্গলবার জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দেশের সেরা অ্যাথলিটদের সম্মানিত করা হল৷

Advertisement

দেশের প্রথম জ্যাভলিন থ্রোয়ার হিসেবে রিও-তে অনুষ্ঠিত প্যারালিম্পিকে জোড়া সোনা জিতেছিলেন দেবেন্দ্র। তার জন্যই ক্রীড়া জগতের সর্বোচ্চ সম্মান দেওয়া হল তাঁকে। প্রথম প্যারালিম্পিয়ান হিসেবে খেলরত্ন পেলেন তিনি। বিচারক সি কে ঠক্করের নির্বাচনী কমিটির প্রথম পছন্দই ছিলেন দেবেন্দ্র। পরে এই সম্মানের জন্য বেছে নেওয়া হয় ৩১ বছরের মিডফিল্ডার সর্দার সিংকেও। এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে জোড়া পদকজয়ী সর্দার এর আগে পদ্মশ্রী সম্মান পেয়েছিলেন। দু’জনের হাতেই এবার খেলরত্ন পুরস্কার তুলে দেওয়া হল।

[জাতীয় ক্রীড়া দিবসে হকির জাদুকর ধ্যানচাঁদকে স্মরণ শেহবাগের]

রাজীব খেলরত্নের পাশাপাশি দ্রোণাচার্য পুরস্কার পেলেন সাত জন কোচ। এছাড়া ১৭ জন ক্রীড়াবিদ পেলেন অর্জুন পুরস্কার। এছাড়া আজীবন স্বীকৃতির জন্য ধ্যানচাঁদ পুরস্কারে সম্মানিত করা হল কিংবদন্তি অ্যাথলিট ভুপেন্দ্র সিং, ফুটবল তারকা সৈয়দ শাহিদ হাকিম এবং হকি সুমারাই টেটেকে। এছাড়া খেলাধূলায় উৎসাহ দেওয়ার জন্য বিশেষ পুরস্কার পেল রিলায়েন্স ফাউন্ডেশন উইথ স্পোর্টস। পুরস্কার নিলেন নীতা আম্বানি।


এক নজরে দেখে নেওয়া যাক পুরস্কার প্রাপকদের তালিকা:

রাজীব খেলরত্ন পুরস্কার:
১. দেবেন্দ্র ঝাঝারিয়া (প্যারা অ্যাথলিট)
২. সর্দার সিং (হকি)

দ্রোণাচার্য পুরস্কার:
১. ডঃ রামকৃষ্ণণ গান্ধী (অ্যাথলেটিক্স/মরণোত্তর)
২. হিরা নন্দ কাটারিয়া (কাবাডি)
৩. জি এস এস ভি প্রসাদ (ব্যাডমিন্টন/জীবনকৃতি)
৪. ব্রীজভূষণ মোহান্তি (বক্সি/জীবনকৃতি)
৫. পি এ রাফেল (হকি/জীবনকৃতি)
৬. সঞ্জয় চক্রবর্তী (শুটিং/জীবনকৃতি)
৭. রোশন লাল(কুস্তি/জীবনকৃতি)

অর্জুন পুরস্কার:
১. ভি জে সুরেখা(তিরন্দাজি)
২. খুশবীর কৌর (অ্যাথলেটিক্স)
৩. আরোকিয়া রাজীব (অ্যাথলেটিক্স)
৪. প্রশান্তি সিং (বাস্কেটবল)
৫. লাইশরাম দেবেন্দ্র সিং (বক্সিং)
৬. চেতেশ্বর পূজারা (ক্রিকেট)
৭. হরমনপ্রীত কৌর (ক্রিকেট)
৮. বেমবেম দেবী (ফুটবল)
৯. এস এস পি চৌরাশিয়া (গলফ)
১০. এস ভি সুনীল (হকি)
১১. জসবীর সিং(কাবাডি)
১২. পি এন প্রকাশ(শুটিং)
১৩. এ অমলরাজ (টেবিল টেনিস)
১৪. সাকেত মিনেনি (টেনিস)
১৫. সত্যার্থ কাদিয়ান (কুস্তি)
১৬. মারিয়াপ্পান (প্যারা অ্যাথলিট)
১৭. বরুণ সিং ভাটি (প্যারা অ্যাথলিট)

ধ্যানচাঁদ পুরস্কার:
১. ভুপেন্দ্র সিং (অ্যাথলিট)
২. সৈয়দ শাহিদ হাকিম (ফুটবল)
৩. সুমারাই টেটেকে (হকি)

The post রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারে ভূষিত সর্দার সিং-দেবেন্দ্র ঝাঝারিয়া appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার