সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি বিসিসিআইয়ের সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন মিঠুন মানহাস। খুব একটা পরিচিত মুখ না হলেও দীর্ঘদিন ক্রিকেট কর্তা হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন দিল্লির এই প্রাক্তন ক্রিকেটার। কিন্তু সদ্য অন্য একটি বিতর্কের কারণে তাঁকে নিয়ে জল্পনা শুরু হয়েছে।
গত ৭ অক্টোবর নামী সাংবাদিক অভিষেক ত্রিপাঠীর পোস্ট সেই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। তিনি এক আলোচনায় বলেন, “শেহওবাগের স্ত্রীর সঙ্গে মিঠুন মানহাসের সম্পর্ক খুবই ভালো। এর পিছনে অন্য গল্প রয়েছে, যেটা এখানে আমি বলব না।” যদিও পরে সেই পোস্ট তিনি মুছে দেন।
ওই পোস্টে অতীতের একটি বিতর্কের প্রসঙ্গ টেনে আনেন তিনি। যেখানে তামিলনাড়ু ও ভারতীয় দলের সতীর্থ দীনেশ কার্তিকের স্ত্রী নিকিতার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন মুরলী বিজয়। পরে কার্তিকের সঙ্গে বিচ্ছেদের পর মুরলীকে বিয়ে করেন অন্তঃসত্ত্বা নিকিতা। তাই এই পোস্টের পরেই মিঠুন মানহাসের সঙ্গে আরতি শেহওবাগের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়।
শেহওয়াগের সঙ্গে আরতির ২০০৪ সালে বিয়ে হয়। তাঁদের দুই পুত্রসন্তান রয়েছে। কিন্তু সম্প্রতি তাঁদের ২০ বছরের বিবাহিত জীবনে দাঁড়ি পড়তে চলেছে বলে খবর। সোশাল মিডিয়ায় পরস্পরকে আনফলো করেছেন তাঁরা। তার নেপথ্যে মিঠুনের সঙ্গে আরতির সম্পর্কে জড়িয়ে পড়া অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।
