shono
Advertisement

শিলিগুড়ি নয়, আই লিগ ডার্বি বারাসতেই!

এবার দেখার আই লিগ আয়োজকদের তরফে এ নিয়ে কী পদক্ষেপ নেওয়া হয়৷ The post শিলিগুড়ি নয়, আই লিগ ডার্বি বারাসতেই! appeared first on Sangbad Pratidin.
Posted: 05:03 PM Feb 08, 2017Updated: 11:33 AM Feb 08, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবারের বড় ম্যাচ নিয়ে পারদ চড়তে শুরু করে দিয়েছে৷ মরশুমের প্রথম ডার্বিতে মোহনবাগান-ইস্টবেঙ্গল দ্বৈরথ দেখার জন্য ইতিমধ্যেই শিলিগুড়ির টিকিট কেটে ফেলেছেন শহরের ফুটবলপ্রেমীরা৷ কিন্তু ম্যাচ তো বারাসতে! চমকে গেলেন? নাহ্, দুই দলের সমর্থকদের ধন্দে ফেলার কোনও উদ্দেশ্য নেই এই প্রতিবেদনের৷তবে আই লিগের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এখনও এই তথ্যই দিচ্ছে৷

Advertisement

(ঐতিহাসিক টেস্টের আগে আত্মবিশ্বাসে ফুটছে টিম ইন্ডিয়া)

I-league.org ওয়েবসাইটে গিয়ে যদিও আই লিগের সূচি খুঁজে দেখেন, তাহলেই এত বড় ‘ভুল’টি চোখে পড়বে৷ বড় বড় করে লেখা রয়েছে, আগামী রবিবার বিকেল ৪টে ৩৫ মিনিটে বারাসত স্টেডিয়ামেই আয়োজিত হতে চলেছে মরশুমের প্রথম ডার্বি৷ বেশ কয়েকদিন ধরেই এই তথ্য ফুটে উঠছে৷ এমন অনেক ক্রীড়াপ্রেমী আছেন, যাঁরা অন্য ওয়েবসাইটে ভরসা না করে অফিসিয়াল সাইট থেকে সঠিক সূচি দেখে নিতে অভ্যস্ত৷ অথচ সেখানেই রয়ে গিয়েছে এত বড় ‘ভুল’৷ ইস্টবেঙ্গলের ঘরের মাঠ হিসেবে শিলিগুড়িতে আয়োজিত হবে ম্যাচ৷ বারাসতের থেকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের দর্শকাসন বেশি হওয়ায় শিলিগুড়িকেই ডার্বির জন্য বেছে নেওয়া হয়েছে৷ কিন্তু বড় ম্যাচের দিন চারেক আগেও ওয়েবসাইটের ‘ভুল’ সংশোধন করা হল না৷ শুধু ডার্বিই নয়, ১৫ ফেব্রুয়ারি শিলং লাজংয়ের বিরুদ্ধেও শিলিগুড়িতে খেলবে লাল-হলুদ ব্রিগেড৷ অথচ সেই ম্যাচেরও ভেন্যু দেখাচ্ছে বারাসত স্টেডিয়াম৷

(সফল অস্ত্রোপচারে সুস্থ হচ্ছে বাংলাদেশের শিকড়কন্যা সাহানা)

ফেডারেশনের এত বড় ভুল নিয়ে স্বভাবতই উঠেছে প্রশ্ন৷ এবার দেখার আই লিগ আয়োজকদের তরফে এ নিয়ে কী পদক্ষেপ নেওয়া হয়৷

The post শিলিগুড়ি নয়, আই লিগ ডার্বি বারাসতেই! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement