সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাডিলেড টেস্ট জিতে বর্ডার-গাভাসকর ট্রফিতে সমতা ফিরিয়ে এনেছে অস্ট্রেলিয়া। পারথে প্রথম টেস্টে জিতে এগিয়ে গিয়েছিল ভারত। কিন্তু গোলাপি বলের দিন-রাতের টেস্টে হারের ফলে সিরিজ এখন ১-১। কিংবদন্তি প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর বৃহস্পতিবার জানিয়ে দিলেন, অ্যাডিলেডে জয়ের ফলে ছন্দ পেয়ে গিয়েছে অস্ট্রেলিয়া।
ব্রিসবেনে তৃতীয় টেস্টের আগে লিটল মাস্টারের বক্তব্য,‘‘পারথ টেস্টে জয়ের ফলের ভারত যে ছন্দটা পেয়েছিল, তা দশদিনের ব্যবধানে হারিয়ে ফেলেছে। এখন, অস্ট্রেলিয়ার সঙ্গে ছন্দ রয়েছে। কারণ, শেষ টেস্টটা ওরাই জিতেছে।অ্যাডিলেড টেস্টের স্বল্প কয়েকদিনের ব্যবধানে আমরা ব্রিসবেনে খেলতে নামব। কোনও সন্দেহ নেই ছন্দ অস্ট্রেলিয়ার সঙ্গেই রয়েছে।’’
প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং জানিয়েছেন, সিডনি এবং মেলবোর্নে শেষ দু’টি টেস্ট খেলবে ভারত। এই দু’টি ভেনু ভারতীয়দের কাছে ফেভারিট। তাই ব্রিসবেনে যতটা সম্ভব ভালো ক্রিকেট খেলে টেস্ট ম্যাচটা জেতার চেষ্টা করা উচিত। তাঁর মন্তব্য, ‘‘আমার মনে হয়, মেলবোর্ন এবং সিডনিতে ভারতের জেতার সম্ভাবনা বেশি। সেই কারণেই বলছি, যদি গাব্বাতে ভালো খেলতে পারি, তাহলে মেলবোর্ন অথবা সিডনি, যেকোনও একটিতে জিততে পারব।’’ উল্লেখ্য, গাব্বায় হারলে বা ড্র করলে রোহিতদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সম্ভাবনা অনেকখানি ফিকে হবে। তাই তৃতীয় টেস্টে নামার আগে খানিকটা চিন্তা থাকবে ভারতীয় শিবিরে।