shono
Advertisement

মহিলা কর্মীদের শৌচালয়ে সিসিটিভি ক্যামেরা লাগাল খোদ বস! তারপর…

কীভাবে প্রকাশ্যে এল ওই ব্যক্তির কুকীর্তি?
Posted: 06:20 PM Jan 31, 2021Updated: 09:41 PM Jan 31, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুতে (Tamil Nadu) প্রকাশ্যে এল এক ওয়েব ডিজাইনিং সংস্থার মালিকের কুকীর্তি। অফিসে মহিলা কর্মীদের শৌচালয়ে গোপন ক্যামেরা লাগিয়েছিল ওই ব্যক্তি। আর সেই ক্যামেরা দিয়েই মহিলা কর্মীদের গোপন মুহূর্তের ছবি তুলে রাখত সে। তবে শেষরক্ষা হয়নি। সামনে চলে এল সত্যিটা। থানায় অভিযোগ দায়ের করেন অফিসেরই এক মহিলা কর্মী। এরপরই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, ঘটনাটি তামিলনাড়ুর কন্যাকুমারী (Kanyakumari) জেলার। এস সঞ্জু নামে পাল্লিভালির এক বাসিন্দা গত চার বছর ধরে ZThree Infotech নামে ওই ওয়েব ডিজাইনিং সংস্থা চালাচ্ছিলেন। দেড়মাস আগে নাগেরকোয়িল এলাকায় অফিসটি সরিয়ে নিয়ে আসেন। এরপর গত সপ্তাহেই নতুন তিন মহিলা তার অফিসে যোগ দেন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিক প্রতিবেদন অনুযায়ী, ওই অফিসে দু’টি শৌচালয় রয়েছে। একটি পুরুষদের এবং একটি মহিলাদের।

[আরও পড়ুন: এবার ‘দাগি অপরাধী’দের তালিকায় নাম কাফিল খানের! আজীবন নজরদারি চালাবে যোগী সরকার]

সম্প্রতি ওই সংস্থায় নতুন যোগ দেওয়া এক মহিলা কর্মী লেডিস টয়লেটে গিয়েছিলেন। সেখানে দেওয়ালে থাকা একটি কালো রংয়ের জায়গায় তাঁর নজর পড়ে। সেটি পরীক্ষা করতেই ক্যামেরাটি দেখতে পান তিনি। এরপর অফিসের কাউকে কিছু না জানিয়ে সন্ধ্যেবেলা স্থানীয় থানায় যান। গোটা বিষয়টি জানিয়ে অভিযোগ দায়ের করেন। এরপরই ওই অফিসটিতে আসে পুলিশ। মহিলাদের শৌচালয় থেকে উদ্ধার হয় গোপন ক্যামেরাটি। এমনকী ওই ব্যক্তির মোবাইল এবং ল্যাপটপও বাজেয়াপ্ত করা হয়। প্রাথমিকভাবে মহিলাদের গোপন মূহূর্তের ছবি বা ভিডিও কিছু না পেলেও এস সঞ্জু নামে ওই ব্যক্তির মোবাইল এবং ল্যাপটপটি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ভারতীয় দণ্ডবিধি ৩৫৪A এবং ৬৭A ধারায় সঞ্জুর নামে মামলা দায়ের করা হয়েছে। এদিকে, এই ঘটনা প্রকাশ্যে আসায় গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

[আরও পড়ুন: পাকিস্তানের জেলে বন্দি তেরো বছর! দেশে ফিরে অকথ্য জুলুমের কাহিনি শোনালেন গুজরাটের ইসমাইল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার