shono
Advertisement
AI

'বোকা' মানুষের চাকরি খাবে 'বুদ্ধিমান' যন্ত্র! কৃত্রিম মেধার 'আগ্রাসনে' কী বলছেন মোদি

প্যারিসে এআই অ্যাকশন সামিটে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী।
Published By: Biswadip DeyPosted: 06:02 PM Feb 11, 2025Updated: 06:05 PM Feb 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য নাকি চাকরি খোয়াতে পারেন বহু মানুষ। এমন আশঙ্কা ক্রমশ জোরদার হচ্ছে। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বটের আবির্ভাবের পর থেকে সে সম্ভাবনা আরও জোরালো হয়েছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার প্যারিসে এআই অ্যাকশন সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখেও উঠে এল সেই প্রসঙ্গ।

Advertisement

মোদিকে বলতে শোনা গিয়েছে, ''এআই লক্ষ লক্ষ জীবনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি এবং আরও বহু ক্ষেত্রে।এআইকে হতে হবে জনমুখী অ্যাপ্লিকেশন। কিন্তু আমাদের সজাগ থাকা দরকার সাইবার সুরক্ষা, ভুয়ো তথ্য এবং ডিপ ফেক সম্পর্কে।'' সেই সঙ্গেই মোদি বলেন, মানবসভ্যতার জন্য উপকারী হতে হলে প্রযুক্তিকে স্থানীয় বাস্তুতন্ত্রের সঙ্গে সাযুজ্য রেখে চলতে হবে।

এরপরই তিনি বলেন, ''এআইয়ের সবচেয়ে বড় ঝুঁকি হল চাকরি কেড়ে নেওয়ার বিপদ। কিন্তু মনে রাখতে হবে ইতিহাস সাক্ষী যে, প্রযুক্তি কখনও কাজ কেড়ে নিতে পারে না। চাকরির ধরন সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায়। এবং নতুন নতুন চাকরিও সৃষ্টি হয়।''

প্রসঙ্গত, সম্প্রতি ২০২৪-এ পদার্থবিদ্যায় নোবেলজয়ী জন হোপফিল্ড দাবি করেছিলেন, প্রযুক্তি কেবলই ভালো বা খারাপ এই ধরনের অভিমুখের দিকে এগিয়ে যায় না। সেই প্রসঙ্গই যেন উঠে এল মোদির কথাতেও। উল্লেখ্য, ‘এআই অ্যাকশন’ সামিটে যোগ দিতে সোমবার রাতে ফ্রান্সে পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তাঁকে সাদর অভ্যর্থনা জানান ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। ‘এআই সামিট’-এ ফ্রান্সের সঙ্গে যুগ্মভাবে অধ্যক্ষতা করছে ভারত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য নাকি চাকরি খোয়াতে পারেন বহু মানুষ। এমন আশঙ্কা ক্রমশ জোরদার হচ্ছে।
  • বিশেষ করে চ্যাটজিপিটির মতো বটের আবির্ভাবের পর থেকে সে সম্ভাবনা আরও জোরালো হয়েছে।
  • এই পরিস্থিতিতে মঙ্গলবার প্যারিসে এআই অ্যাকশন সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখেও উঠে এল সেই প্রসঙ্গ।
Advertisement