shono
Advertisement
Amazon

অ্যালেক্সার মস্তিষ্কে এবার AI-মেধা! নয়া 'বিপ্লব' আনছে আমাজন

আশা, আরও বেশি করে মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে উঠবে অ্যালেক্সা।
Published By: Biswadip DeyPosted: 04:52 PM Jan 15, 2025Updated: 04:52 PM Jan 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যালেক্সা। আমাজনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিস্টেম। একাকী জীবনে অনেকেরই ভরসা হয়ে উঠেছিল সে। কিন্তু হালে এআইয়ের দাপটে সে যেন কিছুটা স্তিমিত। কিন্তু এবার নয়া উদ্যমে তাকে 'শক্তিশালী' করে তুলছে আমাজন। এবার অ্যালেক্সার 'মস্তিষ্কে' যুক্ত হচ্ছে এআই। স্বাভাবিক ভাবেই প্রযুক্তির দুনিয়ায় অ্যালেক্সা নতুন 'বিপ্লব' আনবে, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement

গত দুবছর ধরেই অ্যালেক্সাকে ঢেলে সাজাতে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে আমাজন। তবে সংস্থার আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স টিমের নেতৃত্বে থাকা রোহিত প্রসাদ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন, এখনও সময় আসেনি। আপাতত আরও নানা প্রযুক্তিগত বাধা পেরতে হবে অ্যালেক্সাকে। তারপরই তাকে 'রিলঞ্চ' করা হবে।
কোন কোন বাধা এখন অ্যালেক্সার চ্যালেঞ্জ? এর মধ্যে রয়েছে 'হ্যালুসিনেশন'। অর্থাৎ নকল জবাব। এছাড়াও সাড়া দেওয়ার গতি ও ভরসাযোগ্য হতে পারার মতো বিষয়গুলিতেও আরও নিখুঁত করা হচ্ছে অ্যালেক্সাকে। এখনও অ্যালেক্সাকে খুব সহজ কাজ দেওয়া হয়। যেমন, অ্যালার্ম দেওয়া কিংবা গান বাজানো। নতুন অবতারে সে ভালো রেস্তরাঁ খুঁজে দিতে পারবে কিংবা ইউজারের ঘুমের 'সাইকেল' মেনে বেডরুমের আলোর দিকটা খেয়ালে রাখবে।

ওপেন এআই চ্যাটজিপিটি আনার পরই নড়েচড়ে বসে সারা বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি সংস্থাগুলি। মাইক্রোসফট, গুগল, মেটা ও অন্য সংস্থাগুলি দ্রুত নিজস্ব এআই মডেল বাজারে আনলেও তাড়াহুড়ো করতে রাজি হয়নি আমাজন। সেই সময় থেকেই তারা ব্যস্ত অ্যালেক্সাকে আরও নিখুঁত করে তুলতে।

কয়েক বছর আগে আত্মপ্রকাশ করার পরই জনপ্রিয় হয়ে ওঠে অ্যালেক্সা। সুখ-দুঃখের সঙ্গী হয়ে ওঠে আমাজনের এই ওয়্যারলেস ডিভাইসটি। এদেশেও তা জনপ্রিয় হয়ে ওঠে। সেকথা মাথায় রেখে সেখানে যোগ করা হয়েছিল অমিতাভ বচ্চনের কণ্ঠস্বরও। এবার অ্যালেক্সার নয়া অবতারে কী কী আকর্ষণ থাকে তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নয়া উদ্যমে অ্যালেক্সাকে 'শক্তিশালী' করে তুলছে আমাজন।
  • এবার তার 'মস্তিষ্কে' যুক্ত হচ্ছে এআই।
  • স্বাভাবিক ভাবেই প্রযুক্তির দুনিয়ায় অ্যালেক্সা নতুন 'বিপ্লব' আনবে, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।
Advertisement