সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরু হয়েছে ভ্যালেন্টাইনস সপ্তাহ। মনের মানুষের কাছে ভালোবাসা প্রকাশ করার দিন। টেকনোলজির যুগে ভালোবাসা প্রকাশের পরিভাষারও বদল হয়েছে। হোয়াটসঅ্যাপ ও অন্যান সোশাল সাইটগুলির সাহায্যে স্টিকার, ইমোজির মাধ্যমে মনের কথা জানানো খুব জনপ্রিয়। ভালোবাসার সপ্তাহের বিভিন্ন দিনগুলিতে গোলাপ, টেডি বিয়ার, লাভ সাইনের ছবি ও রোমান্টিক কোড পাঠিয়ে মনের ভাষা খুব সহজেই প্রকাশ করা যায়। সেই সুবিধা দিচ্ছে হোয়াটসঅ্যাপ ও অন্যান অ্যাপগুলি।
হোয়াটসঅ্যাপে কী করে প্রেমের স্টিকার শেয়ার করবেন দেখে নিন ধাপে ধাপে।
১. মোবাইলে হোয়াটসঅ্যাপ খুলুন।
২.যাঁকে মনের কথা বোঝাতে চান সেই চ্যাটে যান।
৩. সেখানে থাকা স্টিকার স্টোরে যান।
৪.স্টিকার স্টোরে চকলেট, গোলাপ ফুল বা নিজের মনের মতো স্টিকার সার্চ করে নিজের মনের মানুষকে পাঠিয়ে দিন।
হোয়াটসঅ্যাপের স্টিকার পছন্দ না হলে কী করবেন? ব্যবহার করতে পারেন স্টিকারলি, ওয়েমজির মতো তৃতীয় কোনও সংস্থার অ্যাপ। এই অ্যাপগুলি মোবাইলে ডাউনলোড করে হোয়াটসঅ্যাপে যুক্ত করে নিন। এরপরে কোনও চ্যাট ওপেন করে স্টিকার সেকশনে যান। পছন্দের স্টিকার বেছে নিয়ে পাঠিয়ে দিন মনের মানুষকে।
রইল ভ্যালেন্টাইনস সপ্তাহের তালিকা:
৭ ফেব্রুয়ারি- রোজ ডে।
৮ ফেব্রুয়ারি- প্রপোজ ডে।
৯ ফেব্রুয়ারি- চকোলেট ডে।
১০ ফেব্রুয়ারি- টেডি ডে।
১১ ফেব্রুয়ারি- প্রমিস ডে।
১২ ফেব্রুয়ারি- হাগ ডে।
১৩ ফেব্রুয়ারি- কিস ডে।
১৪ ফেব্রুয়ারি- ভ্যালেনটাইনস ডে।