shono
Advertisement
Electric Car

আত্মপ্রকাশ দেশের প্রথম সৌরচালিত ইলেকট্রিক গাড়ির! ফিচার শুনলে বিশ্বাস হবে না

মাত্র ৩ লক্ষ ২৫ হাজার টাকাতেও মিলবে গাড়ি।
Published By: Biswadip DeyPosted: 07:47 PM Jan 21, 2025Updated: 07:47 PM Jan 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইলেকট্রিক গাড়ি। চলে সৌরশক্তিতে। দামও নাগালের মধ্যে। একবার চার্জ দিলেই চলবে ২৫০ কিমি। এমনই এক গাড়ি আত্মপ্রকাশ করল এবার। নাম ইভা। প্রস্তুতকারক সংস্থা পুণের ভেইভে মোবিলিটি। পাওয়া যাবে তিন ভ্যারিয়্যান্টে- নোভা, স্টেলা ও ভেগা। দাম শুরু ৩ লক্ষ ২৫ হাজার থেকে। সবচেয়ে বেশি দামের গাড়িটির মূল্য ৫ লক্ষ ৯৯ হাজার টাকা।

Advertisement

এই গাড়ির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি সাশ্রয়ী। ব্যাটারি প্যাকের খরচ পড়বে কিমি প্রতি ২ টাকা। নোভার ক্ষেত্রে একটি ব্যাটারিতে অন্তত ৬০০ কিমি যাওয়া যাবে। স্টেলার ক্ষেত্রে তা ৮০০ কিমি। অন্যদিকে ভেগার ক্ষেত্রে তা ১২০০ কিমি। তবে সংস্থার দাবি, গাড়ির ছাদে বসানো সৌর প্যানেলের সাহায্যে দৈনিক ১০ কিমি করে অতিরিক্ত মিলবে। গাড়ির মূল্যের ক্ষেত্রে তা নোভা, স্টেলা ও ভেগার জন্য যথাক্রমে ৩ লক্ষ ২৫ হাজার টাকা, ৩ লক্ষ ৯৯ হাজার টাকা ও ৪ লক্ষ ৪৯ হাজার টাকা। আর ব্যাটারি রেন্টাল প্ল্যান ছাড়া দাম পড়বে একই ভাবে ৩ লক্ষ ৯৯ হাজার টাকা, ৪ লক্ষ ৯৯ হাজার টাকা এবং ৫ লক্ষ ৯৯ হাজার টাকা।

গাড়ির গতি থাকবে সর্বোচ্চ ৭০ কিমি প্রতি ঘণ্টা। আবার গতি বাড়ানোর ক্ষেত্রে মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যেই ০ থেকে ৪০ কিমি প্রতি কিমি গতিতে পৌঁছনো যাবে। প্রতিটি গাড়ির আরেক বৈশিষ্ট্য জোড়া স্ক্রিন সেটআপ। যার একটি টাচস্ক্রিন ইনফোটেনমেন্টের এবং অন্যটি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। থাকবে অ্যাপল কার প্লে ও অ্যান্ড্রয়েড অটো কানেক্টিভিটির মতো ফিচারও। সেই সঙ্গে থাকবে বাতানুকূল যন্ত্র, টু-স্পোক স্টিয়ারিং হুইল।

মাত্র পাঁচ হাজার টাকা দিলেই করা যাচ্ছে অগ্রিম বুকিং। কিন্তু বাজারজাত হতে আর কতদিন? সেজন্য অবশ্য সামান্য প্রতীক্ষা করতে হবে। মনে করা হচ্ছে ২০২৬ সালের শেষ ত্রৈমাসিক সময়কালেই হয়তো গাড়িটি হাতে পাবেন গ্রাহকরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইলেকট্রিক গাড়ি। চলে সৌরশক্তিতে। দামও নাগালের মধ্যে।
  • একবার চার্জ দিলেই চলবে ২৫০ কিমি।
  • এমনই এক গাড়ি আত্মপ্রকাশ করল এবার। নাম ইভা। প্রস্তুতকারক সংস্থা পুণের ভেইভে মোবিলিটি।
Advertisement