shono
Advertisement
iPhone 16

ডিসকাউন্ট ঝড়ে উড়ে যাবেন, বছর শেষে iPhone 16-র ধামাকা অফার! কত হল দাম?

কোথায় মিলছে এই বিশেষ ছাড়?
Published By: Amit Kumar DasPosted: 08:27 PM Dec 06, 2025Updated: 08:27 PM Dec 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইফোন গ্রাহকদের জন্য বিরাট সুখবর। বছর শেষে বিপুল ছাড়ে বিক্রি হতে চলেছে অ্যাপেলের আইফোন ১৬ মোবাইল। প্রায় ৮০ হাজার টাকা মূল্যের এই ফোন এবার পাওয়া যাবে মাত্র ৫৫,৯৯৯ টাকায়।। অর্থাৎ ২৪ হাজার টাকা সাশ্রয় হতে চলেছে আইফোন গ্রাহকদের। জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে (Flipkart) মিলছে এই বিশেষ ছাড়।

Advertisement

ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে "Buy Buy 2025" সেল। গত ৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ ছাড় চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। এই ৬ দিনে আইফোন ১৬-এর দামে দেখা যাচ্ছে বিরাট ছাড়। ৭৯,৯০০ হাজার টাকার আইফোন ১৬ এই ৬ দিনের জন্য গ্রাহকরা পাবেন মাত্র ৫৫,৯৯৯ টাকায়। অর্থাৎ ২৪ হাজার টাকা সাশ্রয়। উল্লেখ্য, আইফোন ১৭ বাজারে আসার পর আইফোন ১৬-এর দাম কিছুটা কমানো হয়েছিল সংস্থার তরফে। সেবার ১০ হাজার টাকা কমিয়ে এর দাম হয় ৬৯,৯০০। সেই হিসেবে আরও ১৪ হাজার টাকা দাম কমতে চলেছে আইফোন ১৬-এর।

ফ্লিপকার্টের ওয়েবসাইট খুললে দেখা যাচ্ছে, বর্তমানে এই ফোনের দাম ৫৫,৯৯৯ টাকা। এর সঙ্গে বিশেষ কিছু ব্যাঙ্কের কার্ড থাকলে মিলছে আরও ছাড়। আইফোন-১৬ পাওয়া যাচ্ছে ১২৮ জিবি, ২৫৬ জিবি ও ৫১২ জিবি-তে। উল্লেখ্য, আইফোন ১৬-এ রয়েছে ৬.১ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর স্ক্রিন। এতে অ্যাপেল এ১৮ বায়োনিক প্রসেসর রয়েছে যা গেম খেলার সময় দুর্দান্ত পারফরম্যান্স, মাল্টিটাস্কিং এবং AI ভিত্তিক ফিচার দেয়। এতে অ্যাপল ইন্টেলিজেন্সের সমর্থনও রয়েছে, যা স্মার্ট টাইপিং, ফটো এডিটিং এবং সিরির মতো ফিচারগুলিকে আগের চেয়ে আরও স্মার্ট করে তোলে। ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। এতে প্রাথমিক ক্যামেরাটি হাই রেজোলিউশনে কম আলোতেও ভাল ছবি তোলে। তাছাড়া আছে iOS 18 সফটওয়্যার। যা iOS 26 পর্যন্ত আপগ্রেড করা যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইফোন গ্রাহকদের জন্য বিরাট সুখবর।
  • বছর শেষে বিপুল ছাড়ে বিক্রি হতে চলেছে অ্যাপেলের আইফোন ১৬ মোবাইল।
  • প্রায় ৮০ হাজার টাকা মূল্যের এই ফোন এবার পাওয়া যাবে মাত্র ৫৫,৯৯৯ টাকায়।
Advertisement