shono
Advertisement

Breaking News

WhatsApp

হোয়াটসঅ্যাপ থেকে এবার স্টেটাস শেয়ার করা যাবে ইনস্টাগ্রাম ও ফেসবুকে!

কবে থেকে মিলবে এই সুযোগ?
Published By: Biswadip DeyPosted: 06:57 PM Jan 22, 2025Updated: 06:57 PM Jan 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেসেজিং অ্যাপ হিসেবে আজও হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তার কোনও জুড়িদার বুঝি নেই। তবুও সব সময় নতুন নতুন ফিচার আনতে থাকে সংস্থা। কিন্তু এবার এক বড়সড় চমক দিতে চলেছে হোয়াটসঅ্যাপ। জানা যাচ্ছে, খুব শিগগির হোয়াটসঅ্যাপ ইউজাররা স্টেটাস আপডেট শেয়ার করতে পারবেন ইনস্টাগ্রাম ও ফেসবুকে।

Advertisement

তবে স্বয়ংক্রিয় ভাবে তা শেয়ার হয়ে যাবে না। সেজন্য 'হু ক্যান সি মাই স্টেটাস'-এ গিয়ে আলাদা করে ফেসবুক স্টোরি ও ইনস্টাগ্রাম স্টোরি সিলেক্ট করতে হবে। মেটার ঘোষণা, তারা হোয়াটসঅ্যাপকে অ্যাকাউন্ট সেন্টারে পরিবর্তিত করতে চায়। তবে সেক্ষেত্রেও চ্যাট ও কল আগের মতোই এন্ড-টু-এন্ড এনক্রিপটেডই থাকবে। তবে কবে থেকে এটি চালু হবে তা এখনও জানা যায়নি। এছাড়াও জানা যাচ্ছে, মেটা একগুচ্ছ ফিচার নিয়েও কাজ করছে। যার মধ্যে অন্যতম ম্যানেজ অবতার, মেটা এআই স্টিকার ও ইমাজিন মি ক্রিয়েশমকে একজায়গায় নিয়ে আসা।

উল্লেখ্য, এছাড়াও নতুন নতুন ফিচার আনার কথা জানা গিয়েছে। যার মধ্যে অন্যতম ক্যামেরা এফেক্ট। গত বছর ভিডিও কলের ক্ষেত্রে আনা হয়েছিল নতুন সব ক্যামেরা এফেক্ট। এবার ছবি ও ভিডিও শেয়ার করার সময়ও ইউজাররা ব্যবহার করতে পারবেন তিরিশটি ব্যাকগ্রাউন্ড, ফিল্টার ও এফেক্ট! আর এক ফিচারের নাম ‘লিস্টস’। যার লক্ষ্যই হল গ্রুপ চ্যাটকে আরও সহজ করে তোলা। এবছরের গোড়ার দিকে এসেছিল চ্যাট ফিল্টার। এবার সেই অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে হোয়াটসঅ্যাপ আরও একধাপ এগিয়ে গেল। এই ফিচারের সাহায্যে ইউজাররা নিজেদের চ্যাটকে আলাদা করে সাজাতে পারবেন। যেমন ‘পরিবার’, ‘অফিস’ এমনকী ‘প্রতিবেশী’ ইত্যাদি ভাগে ভাগ করে নিলে প্রতিটি গ্রুপই আলাদা স্পেস পাবে। যাঁরা নিয়মিত হোয়াটসঅ্যাপে বহু ইউজারের সঙ্গে চ্যাট করেন তাঁদের জন্য এই ফিচারটি অত্যন্ত লাভজনক হবে বলেই মনে করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মেসেজিং অ্যাপ হিসেবে আজও হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তার কোনও জুড়িদার বুঝি নেই। তবুও সব সময় নতুন নতুন ফিচার আনতে থাকে সংস্থা।
  • কিন্তু এবার এক বড়সড় চমক দিতে চলেছে হোয়াটসঅ্যাপ।
  • জানা যাচ্ছে, খুব শিগগির হোয়াটসঅ্যাপ ইউজাররা স্টেটাস আপডেট শেয়ার করতে পারবেন ইনস্টাগ্রাম ও ফেসবুকে।
Advertisement