shono
Advertisement
Vodafone

নতুন বছরে নয়া চমক, আকর্ষণীয় 'ননস্টপ হিরো' প্ল্যান আনল VI, মিলবে একঝাঁক পরিষেবা

নতুন এই প্ল্যানে ঠিক কী কী সুবিধা পাবেন গ্রাহকরা?
Published By: Sulaya SinghaPosted: 07:08 PM Jan 13, 2025Updated: 07:08 PM Jan 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রাহক টানতে ভোডাফোন আইডিয়া (ভিআই) জিও এবং এয়ারটেলের মতো টেলিকম সংস্থাগুলি প্রতিনিয়তই নানা আকর্ষণীয় প্ল্যান নিয়ে আসে বাজারে। জিও এবং এয়ারটেলের মতো কোম্পানিকে টক্কর দিতে দেওয়ার লক্ষ্যে এবার একগুচ্ছ অফার যুক্ত প্ল্যানের ঘোষণা করল ভোডাফোন আইডিয়া।

Advertisement

নতুন আনলিমিটেড প্রিপেড ডেটা প্ল্যানটির পোশাকি নাম 'ননস্টপ হিরো'। নতুন এই প্ল্যানে কী কী সুবিধা পাবেন গ্রাহকরা? প্ল্যানের মেয়াদের মধ্যে যাতে ডেটার অভাব না হয়, তার জন্য গ্রাহকরা পেয়ে যাবেন আনলিমিটেড 4G ডেটা। কোম্পানির দাবি, বাজারে হাজারো প্ল্যান থাকলেও আক্ষরিক অর্থেই এই নতুন প্ল্যানটি ভারতের প্রথম আনলিমিটেড প্রিপেড ডেটা প্ল্যান। কারণ ইউজাররা এখানে আনলিমিটেড ডেটার পাশাপাশি আনলিমিটেড ভয়েস কল এবং এসএমএসের সুবিধাও পাওয়া যাবে। একই সঙ্গে মিলবে ডিজনি প্লাস হটস্টার, সোনি লিভের মতো একাধিক জনপ্রিয় OTT-র সাবস্ক্রিপশনও। তবে এই প্ল্যানটি ব্যক্তিগত ব্যবহারের জন্যই প্রযোগ্য। বাণিজ্যিক উদ্দেশে কাজে লাগানো যাবে না।

সম্পূর্ণ নতুন ভোডাফোন আইডিয়ার 'ননস্টপ হিরো' অফারটি ৩৬৫ টাকা থেকে শুরু করে ১,১৯৮ টাকা পর্যন্ত উপলব্ধ। এই প্ল্যানগুলিতে ২৮ দিন থেকে ৮৪ দিন পর্যন্ত সমস্ত পরিষেবার সুবিধা পাওয়া যাবে। আপাতত ননস্টপ হিরো প্ল্যানে রিচার্জ করতে পারবেন অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্নাটক, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের মতো রাজ্যগুলি। বাংলার গ্রাহকরা কবে এই সুবিধা উপভোগ করবেন, তা অবশ্য এখনও পর্যন্ত জানা যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নতুন আনলিমিটেড প্রিপেড ডেটা প্ল্যানটির পোশাকি নাম 'ননস্টপ হিরো'। নতুন এই প্ল্যানে কী কী সুবিধা পাবেন গ্রাহকরা?
  • প্ল্যানের মেয়াদের মধ্যে যাতে ডেটার অভাব না হয়, তার জন্য গ্রাহকরা পেয়ে যাবেন আনলিমিটেড 4G ডেটা।
Advertisement