shono
Advertisement
Aman Jaiswal Death

মর্মান্তিক! মাত্র ২২ বছরেই সড়ক দুর্ঘটনায় প্রয়াত জনপ্রিয় অভিনেতা আমন জয়সওয়াল

হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া।
Published By: Sandipta BhanjaPosted: 08:24 PM Jan 17, 2025Updated: 09:20 PM Jan 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিনোদুনিয়ায় শোকের ছায়া! সইফ আলি খানের উপর হামলার ঘটনায় বলিপাড়ায় এখনও আতঙ্কের রেশ কাটেনি। সেই আবহেই জনপ্রিয় অভিনেতা আমন জয়সওয়ালের (TV actor Aman Jaiswal) প্রয়াণের খবর এল। মর্মান্তিক খবরে হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে বর্তমানে শোকের ছায়া।

Advertisement

'ধরতিপুত্র নন্দিনী' ধারাবাহিকের সুবাদেই দর্শকমহলে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন আমন জয়সওয়াল। মাত্র বাইশেই তাঁর সুদর্শন চেহারা এবং রসিক স্বভাবে টেলিদুনিয়ায় অনেকের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন। আর সেই হাসিখুশি মেজাজের বাইশ বছরের ছেলেটিই চিরতরে বিদায় নিলেন পৃথিবী থেকে। জানা গিয়েছে, নতুন একটি কাজের জন্য অডিশন দিতে যাচ্ছিলেন অমন। সেখানেই যোগেশ্বরী সড়কে তাঁর বাইকে সজোরে এসে ধাক্কা মারে একটি ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয় অমন জয়সওয়ালের। তাঁর প্রয়াণের খবর নিশ্চিত করেছেন 'ধরতিপুত্র নন্দিনী' ধারাবাহিকের গল্পকার ধীরজ মিশ্র।

উত্তর প্রদেশের বালিয়া থেকে মুম্বইতে কেরিয়ার গড়ার জন্য পা রেখেছিলেন আমন। 'ধরতিপুত্র নন্দিনী' ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করার পর থেকেই দর্শকমহলে জনপ্রিয় হয়ে ওঠেন। সোনি টিভির পুণ্যশ্লোক অহল্যাবাঈ সিরিয়ালে যশবন্ত রাওয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত সম্প্রচারিত হয়েছিল সেই ধারাবাহিক। একজন মডেল হিসেবে কেরিয়ার শুরু করলেও হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে জায়গা করে নেন রবি দুবে, শগুন মেহেতার শো 'উদারিয়া'র মাধ্যমে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জনপ্রিয় অভিনেতা আমন জয়সওয়ালের প্রয়াণের খবর এল।
  • মর্মান্তিক খবরে হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে বর্তমানে শোকের ছায়া।
  • 'ধরতিপুত্র নন্দিনী' ধারাবাহিকের সুবাদেই দর্শকমহলে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন আমন জয়সওয়াল।
Advertisement