সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই আজব দুনিয়ার কোনও না কোনও প্রান্তে প্রতিদিনই এমন কিছু ঘটনা ঘটে, যার উত্তর পাওয়া এক কথায় সম্ভব হয় না৷ সেই সব আজব ঘটনার ছবি বা ভিডিও কখনও ভাইরাল হয়ে ওঠে, আবার কখনও ভাবতে বাধ্য করে৷ এবার ফের সেরকমই এক আজব ঘটনা ঘটল কানাডায়৷ যার ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়ে উঠেছে৷ ঘটনার সূত্রপাত গোলাপি রঙের নদীকে ঘিরে৷
কানাডার অ্যালবার্টা ওয়াটরন লেকস ন্যাশনাল পার্কের ক্যামেরন জলপ্রপাতে এরকম গোলাপি রঙের জলধারা দেখতে পাওয়া যায়৷ তবে রোজ নয়৷ সাধারণত এই জলপ্রপাতের রঙ স্ফটিকের মতো স্বচ্ছ, এবং সেই দৃশ্যও কম রোমাঞ্চকর নয়৷ ভাগ্য ভাল থাকলে গোলাপি জলের ধারা দেখতে পাবেন আপনিও৷ সত্যি কথা বলতে কী, এই দৃশ্য পর্যটকরা দেখতে পেলে নিজেদের ভাগ্যবান বলে মনে করেন৷ কিন্তু কেন এই নদীতে গোলাপি জল দেখতে পাওয়া যায়? কী রহস্য রয়েছে এর পিছনে?
[শখ মেটাতে বিখ্যাত মন্দিরে নগ্ন ফটোশুট মডেলের, তারপর…]
স্থানীয়রা বলছেন, যেদিন খুব বৃষ্টি হয়, সেদিনই গোলাপি জলের ধারা নেমে আসতে দেখা যায় পাহাড়ের উপরের নদী থেকে৷ আসলে পাহাড়ের উপরের দিকের মাটিতে অ্যাগ্রোলাইট নামে এক রাসায়নিক মিশ্রিত পলি দেখতে পাওয়া যায়৷ যা বৃষ্টির জলের সঙ্গে ধুয়ে নদীতে মিশলে জলের রঙ খানিকটা লাল বা গোলাপি হয়ে ওঠে৷ সেই সঙ্গে সূর্যের আলো এসে পড়লে যে কী মোহময়ী হয়ে ওঠে, সেটা এই ছবিগুলি দেখলেই বুঝতে পারবেন৷
ফটোগ্রাফাররা বলছেন, গ্রীষ্ম ও বর্ষাকালে গেলে এই দৃশ্য ক্যামেরাবন্দি করা যেতে পারে৷ যদিও এই দৃশ্য দেখতে পান ভাগ্যবানরাই৷ ঠিক যেভাবে স্বামীকে নিয়ে জলপ্রপাত দেখতে গিয়ে এই দৃশ্য চাক্ষুস করেন রচেল কফে৷ চোখের সামনে বর্ণহীন জলকে প্রথমে গোলাপি ও পরে টমেটোর মতো লাল হয়ে উঠতে দেখেন৷ তিনি নিজেই বলছেন, ‘আমি গত ৬ বছর ধরে মাঝেমধ্যেই এখানে বেড়াতে এসেছি৷ কিন্তু কখনও এরকম দৃশ্য দেখিনি৷ ভাবলে আমার গায়ে এখনও কাঁটা দিয়ে উঠছে৷’
[ইজরায়েলের অস্ত্রেই রোহিঙ্গা জঙ্গি নিকেশ অভিযান মায়ানমারের]
Cameron Falls, Alberta Canada turns pink after rainfall when the light hits the sediment in the water. #cameronfalls #pinkwaterfall #exploretheworld #seemore
A post shared by Cindy Morin (@seemorntravel) on
A post shared by NOTABLE LIFE (@notablelife) on
কিন্তু আর পাঁচটা সাধারণ দিনেও কম সুন্দর দেখতে নয় এই জলপ্রপাত৷ দেখে নিন সেই ছবিও-
#Cameronfalls today #explorecanada #explorenwt #yellowknife #nature #falls
A post shared by
(@arnel_v) on
A post shared by Joanna June Smith (@jjscraps) on
#cameronfalls #northwestterritories #beautiful #nature #trio @denise_walton @mikhaylapatterson
A post shared by Loulou
(@weezy.xo) on
The post কোনও ধাপ্পাবাজি নয়, এরকম গোলাপি নদী দেখেছেন কখনও? appeared first on Sangbad Pratidin.