shono
Advertisement
Christmas 2024

বড়দিনে জমে উঠুক পিকনিক, কলকাতার কাছেই রয়েছে এই সেরা ৮টি জায়গা

ঝটপট প্ল্যান করে ফেলুন।
Published By: Akash MisraPosted: 04:17 PM Dec 11, 2024Updated: 04:18 PM Dec 11, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতের বেলায় বড়দিন (Christmas 2024)। এমন দিনেই জমে উঠুক পিকনিক। মিঠে রোদে সঙ্গী ক্রিকেট-ব্যাডমিন্টন। চা-কফি-পাকোড়া জমে উঠুক গল্প, গান, আড্ডা। তার পর পাত পেড়ে খাওয়া-দাওয়া। এমন একটা ফুরফুরে দিন কাটাতে যাবেন কোথায়? কয়েকটা জায়গা তো কলকাতার কাছেই আছে।

Advertisement

১) গাদিয়াড়া – কলকাতা থেকে ৮৫ কিমি দূরে হাওড়া জেলার অন্যতম জনপ্রিয় পিকনিক স্পট৷ ধর্মতলা থেকে বাসে মাত্র দুই থেকে আড়াই ঘণ্টা৷ সব থেকে বড় কথা, হুগলি নদীর তীরে বসে চড়ুইভাতি করার সুযোগ৷ থাকার জন্য রয়েছে রাজ্য সরকারের পর্যটন উন্নয়ন নিগমের রূপনারায়ণ ট্যুরিস্ট লজ৷

২) মায়াপুর – মায়াপুর ইসকনের মন্দিরের জন্য বিখ্যাত৷ অসাধারণ সুন্দর এই মন্দিরটি দেখার পাশাপাশি পিকনিকের সুযোগ ছাড়া যায় না। শীতের বেলায় নদীর তীর অপূর্ব লাগবে। বাড়ি ভাড়ার সুবিধা আছে, খরচ খুবই কম৷ কলকাতা থেকে সোজা বাস যায় মায়াপুর৷ আবার কৃষ্ণনগর থেকে অটোয় মায়াপুর ঘাটে এসে নৌকায় নদী পার হলেই মায়াপুর।

৩) মাইথন – পিকনিকের পাশাপাশি দু’-এক দিনের ছুটি নিয়ে দামোদরের তীরে মাইথনের ঘুরে আসতে পারেন৷ কাছেই রয়েছে কল্যাণেশ্বরী মন্দির৷ নানারকমের গাছপালায় ঘেরা এক অপূর্ব জায়গা৷ আসানসোল বা বরাকর থেকে মাত্র আট কিমি দূরে মাইথন৷ রয়েছে রাজ্য পর্যটন উন্নয়ন নিগমের মাইথন ট্যুরিস্ট লজ। যুব আবাস, পিডবলুডি বাংলো, হোটেল শান্তিনিবাসও রয়েছে৷

৪) গড় মান্দারণ – কামারপুকুর থেকে ঘাটাল যাওয়ার পথে আড়াই থেকে তিন কিলোমিটার গেলেই পেয়ে যাবেন গড় মান্দারণ৷ বিশাল এলাকা জুড়ে ঘন গাছের সারিতে ঢাকা এক মনোরম পিকনিক স্পট৷

৫) কল্যাণী পিকনিক গার্ডেন – কল্যাণী সীমান্ত স্টেশনের কাছেই এই সুন্দর গার্ডেন। প্রবেশমূল্য দিতে হবে। পিকনিক করতে চাইলে আগে থেকে কথা বলে নেবেন।

৬) দুর্গাপুর ব্যারেজ – দামোদর নদের ধারে সবুজ গাছের ছায়াঘেরা এই জায়গাটি পিকনিকের পক্ষে আদর্শ৷ খুব কাছেই দুর্গাপুর ব্যারেজ, দামোদরের অন্য তীরে বাঁকুড়া জেলা, দুর্গাপুরে আছে রাজ্য সরকারের পর্যটন উন্নয়ন নিগমের হোটেল৷

৭) গড়চুমুক – হাওড়ার শ্যামপুর এলাকায় অন্যতম জনপ্রিয় স্পট এটি। একটু দূরেই এশিয়ার বৃহত্তম গেটের অন্যতম আটান্ন গেট৷ সামনে আবার দামোদর নদ। আছে জেলা পরিষদ পরিচালিত হলিডে হোম।

৮) বাকসি – হাওড়ার বাগনান স্টেশন থেকে বাসে খানিকটা রাস্তা গেলেই বাকসি। বাগনান থেকে বাস আছে। নদীর ধারে পিকনিক করা যায়৷ তবে, আগে থেকে যোগাযোগ করে নিলে সমস্যা হবে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হাওড়ার বাগনান স্টেশন থেকে বাসে খানিকটা রাস্তা গেলেই বাকসি।
  • পিকনিকের পাশাপাশি দু’-এক দিনের ছুটি নিয়ে দামোদরের তীরে মাইথনের ঘুরে আসতে পারেন৷
Advertisement