সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'পায়ের তলায় সরষে'। না, একথা কেবল বাঙালির জন্যই প্রযোজ্য নয়। পৃথিবীর সব প্রান্তের ভ্রমণপ্রেমীদেরই দু'পায়ে যেন চাকা লাগানো! শুধু একটা সুযোগের অপেক্ষা। ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়া অজানার সন্ধানে, অচেনাকে চিনতে। আর চলতি বছর তাঁদের বেশিরভাগ ঘুরে বেড়িয়েছেন এশিয়া মহাদেশেরই দু-একটি জায়গায়। পরিসংখ্যান বলছে, ২০২৫ সালে সবচেয়ে বেশি বিদেশি পর্যটকদের ভিড় হয়েছে ব্যাঙ্ককে। সবচেয়ে পছন্দের দশ পর্যটনস্থলের তালিকায় অবশ্য নেই ভারত।
ব্যাঙ্ককের বিখ্যাত সব প্যাগোডা।
একেক বছর একেকটি জায়গা পর্যটকদের কাছে 'চুম্বক' হয়ে ওঠে। বছর শেষের সালতামামিতে খোঁজ মেলে সেসব পর্যটনস্থলের। সেভাবেই ২০২৫ সালে কোথাকার পর্যটন ব্যবসা সবচেয়ে বেশি ফুলেফেঁপে উঠেছে, তা প্রকাশ্যে এল এক সমীক্ষা সংস্থা ইউরোমনিটর ইন্টারন্যাশনালের দৌলতে। সে জায়গার নাম ব্যাঙ্কক, থাইল্যান্ডের রাজধানী শহর। এবছর সেখানেই ৩০ মিলিয়নের বেশি বিদেশি পর্যটক ছুটে গিয়েছেন প্যাগোডা, বৌদ্ধমন্দির, রঙিন সব রাস্তাঘাটের টানে! ব্যাঙ্ককের আরও এক আকর্ষণ অবশ্যই এখানকার বিশেষ আমোদপ্রমোদের আয়োজন। স্পা, পার্লার আর অনবদ্য সব স্ট্রিট ফুড - এসবের আকর্ষণই আলাদা!
চাও ফ্রায়া নদীর পাশের বিস্তীর্ণ চারেওন নাখোন রোড যেন পৃথিবীর সেরা কেনাকাটার জায়গা! সারারাত এখানকার আলোকময় পরিবেশ মন ভালো করে দিতে বাধ্য। আর দিনে এ শহরের স্থাপত্যই ঘুরে দেখার মূল বিষয়। ব্যাঙ্কক ভ্রমণের খরচ এখন অনেকেরই নাগালে। হাজার ৫০ টাকা আপনার পকেটে থাকলে ভালোভাবেই ঘুরে আসতে পারেন।
ব্যাঙ্ককের চারেওন নাখোন রোড।
২০২৫ সালের বিশ্বের সেরা দশ পর্যটনস্থলের তালিকার শীর্ষে ব্যাঙ্কক। দ্বিতীয় স্থানেও রয়েছে এশিয়ারই এক দেশ - হংকং। পরিসংখ্যান বলছে, বছরভর এদেশের মোট নাগরিকের সংখ্যার প্রায় ৩ গুণ পর্যটক বেড়াতে এসেছেন হংকংয়ে। তৃতীয় অবশ্য সুপ্রাচীন ব্রিটিশ শহর - লন্ডন।
তুরস্কের ইস্তানবুল শহর।
পর্যটকদের ভিড়ের নিরিখে এরপর একে একে রয়েছে চিনের ম্যাকাও, তুরস্কের ইস্তানবুল ও আন্তালিয়া, সংযুক্ত আরব আমিরশাহীর দুবাই, সৌদি আরবের মক্কা, ফ্রান্সের প্যারিস ও মালয়েশিয়ার কুয়ালালামপুর। বছরভর এসব শহর ভ্রমণপ্রেমীদের আকর্ষণ করেছে। দেখুন তো এর মধ্যে কটি শহর আপনার ঘোরা। যদি একটিতেও এখন না গিয়ে থাকেন, তাহলে আর দেরি কেন? ক্রিসমাস বা ইংরাজি নববর্ষে পরিকল্পনাটা পাকা করেই ফেলুন।
