shono
Advertisement
Maharashtra

মহারাষ্ট্রের 'মহা' সাসপেন্স! কুরসি-বৈঠক বানচাল করে শিণ্ডে 'ব্যাক টু ভিলেজ'

বৃহস্পতিবার রাতের শাহী বৈঠকে ছিলেন ফড়ণবিস, অজিতের সঙ্গে শিণ্ডেও।
Published By: Biswadip DeyPosted: 03:15 PM Nov 29, 2024Updated: 06:18 PM Nov 29, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের 'মহা'নাটক অব্যাহত! বৃহস্পতিবার রাতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ নিয়ে অচলাবস্থা কাটাতে শাহী দরবারে মেগা বৈঠকের পর মনে করা হচ্ছিল কাটতে চলেছে জট। শুক্রবার হওয়ার কথা ছিল মহাজুটির আর একটি বৈঠক। কিন্তু সেই বৈঠকই বাতিল হয়ে গেল। কেননা 'কেয়ারটেকার' মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে আচমকাই চলে গিয়েছেন নিজের গ্রামে! যার ফলে ভেস্তে গেল আলোচনা। ফলে এখনও অধরাই রইল 'মুখ্যমন্ত্রী কে' প্রশ্নের উত্তর।

Advertisement

অমিত শাহর সঙ্গে বৈঠক সেরে শুক্রবার সকালে মু্ম্বই ফেরেন শিণ্ডে। সঙ্গে ছিলেন বিজেপির দেবেন্দ্র ফড়ণবিস ও এনসিপি নেতা অজিত পওয়ার। সেই সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শিণ্ডে বলেন, দিল্লির বৈঠক 'ফলপ্রসূ' হয়েছে। কিন্তু এর পরই তিনি পাড়ি দেন সাতারা জেলায় নিজের গ্রামে। ফলে জারি রইল সাসপেন্স।

বৃহস্পতিবার রাতে শাহের বাড়িতে যে বৈঠকে হয়েছে তাতে মূলত মন্ত্রিসভার বণ্টন নিয়ে কথা হয়েছে। মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী-সহ মোট ৪৩ জন মন্ত্রী মন্ত্রিসভায় থাকতে পারেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী বাদে মন্ত্রী হতে পারবেন ৪২ জন। সূত্রের দাবি, মন্ত্রিসভার সিংভাগ সদস্যও বিজেপিই পেতে চলেছে। কিন্তু এর সঙ্গেই শোনা যাচ্ছে, শিণ্ডে নাকি নিজেকে এই লড়াই থেকে সরিয়ে নিয়েছেন। তবে, তাঁকে মহা কুরসির বদলে সান্ত্বনা হিসাবে কী দেওয়া হবে সেটা নিয়েও নানা মুনির নানা মত।

সবচেয়ে জোরাল দাবি, হয়তো ফড়ণবিসকে মুখ্যমন্ত্রী রেখে অজিত ও শিণ্ডেকে উপমুখ্যমন্ত্রী করা হবে। কিন্তু শিণ্ডে শিবিরের দাবি, মুখ্যমন্ত্রী থাকার পর আর উপমুখ্যমন্ত্রী পদ গ্রহণ করা একনাথ শিণ্ডের পক্ষে সম্ভব নয়। তবে সেই সঙ্গেই শোনা যাচ্ছিল, দ্রুত সব জল্পনার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। আগামী ২-৫ ডিসেম্বরের মধ্যে শপথ নিতে পারেন মারাঠাভূমের হবু মুখ্যমন্ত্রী। কিন্তু তার আগে প্রশ্ন বাড়াচ্ছে শিণ্ডের গ্রামে ফেরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শুক্রবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ নিয়ে হওয়ার কথা ছিল মহাজুটির আর একটি বৈঠক।
  • কিন্তু সেই বৈঠকই বাতিল হয়ে গেল।
  • কেননা 'কেয়ারটেকার' মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে আচমকাই চলে গিয়েছেন নিজের গ্রামে!
Advertisement