সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একইদিনে মিলল দুই রুশ (Russia) রাজনীতিকের দেহ। জানা গিয়েছে, রাশিয়ার সংসদের নিম্নকক্ষ স্টেট ডুমার গুরুত্বপূর্ণ আধিকারিক পদে ছিলেন তাঁরা। রবিবার নিজেদের বাড়ি থেকেই মেলে তাঁদের মৃতদেহ। জানা গিয়েছে, মৃতদের নাম নিকোলাই বর্তসব ও জাকাশারবেক উজডেনভ। প্রসঙ্গত, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন মৃত দুই রাজনীতিক। ইউক্রেনে রুশ হামলার পরে তাঁদের নিষিদ্ধ করেছিল আমেরিকা।
রবিবার নিজের বাড়িতেই পাওয়া যায় নিকোলাইয়ের দেহ। ৭৭ বছর বয়সি রুশ আধিকারিক দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। আচমকাই তাঁর মৃত্যু হয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরেই নিকোলাইয়ের উপর নিষেধাজ্ঞা জারি করে মার্কিন যুক্তরাষ্ট্র-সহ একাধিক পশ্চিমি দেশ। প্রসঙ্গত, রাশিয়ার ১০০ জন ধনীতম আধিকারিকের তালিকাতেও জায়গা করে নিয়েছিলেন তিনি। তবে তাঁর মৃত্যু রহস্যজনক নয় বলেই অনুমান ওয়াকিবহাল মহলের।
[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে তৃণমূল নেতা শাজাহান আলির বয়ান রেকর্ড, ব্যাংকের নথি জমা নিল CBI]
তবে প্রশ্ন থেকে যাচ্ছে আরেক আধিকারিক জাকাশারবেকের মৃত্যু ঘিরে। ৫৭ বছর বয়সি জাকাশারবেক রাশিয়ার পরিবেশমন্ত্রকের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরেই তাঁকে নিষিদ্ধ করে আমেরিকা ও নিউজিল্যান্ড। জাকাশারবেকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাশিয়ার ক্ষমতাসীন দল। তবে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে পুতিন ঘনিষ্ঠ আধিকারিকের, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এখনও চিকিৎসকরা নিশ্চিত হতে পারেননি, কীভাবে মৃত্যু হয়েছে জাকাশারবেকের।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ২০ জন পুতিন ঘনিষ্ঠের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে অধিকাংশই রহস্যজনক ভাবে মারা গিয়েছেন। তারপরেই একইদিনে দুই আধিকারিকের মৃত্যুর ঘটনায় বেশ তোলপাড় হয়েছে রাশিয়ার রাজনীতি।