সঞ্জিত ঘোষ, নদিয়া: এলাকার মানুষের সঙ্গে আরও বেশি করে সম্পর্ক স্থাপনের চেষ্টা। পুলিশের উপর মানুষের আস্থা যাতে আরও বাড়ে, সেজন্য পদক্ষেপ নদিয়ার কৃষ্ণনগর পুলিশ জেলার। দুয়ারে সরকারের ধাঁচেই এবার 'দুয়ারে পুলিশ'। মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ানোর লক্ষ্যে এই পদক্ষেপ বলে জানিয়েছেন, কৃষ্ণনগর পুলিশ জেলা পুলিশের ডিএসপি শিল্পী পাল।
বিভিন্ন সময় পুলিশের সম্পর্কে একাধিক কথা ওঠে। সাধারণ মানুষ সব ক্ষেত্রে থানায় অভিযোগ জানাতে যেতেও পারেন না। পুলিশ সম্পর্কে ভুল ধারণাও অনেক সময় তৈরি হয় বলে মত আধিকারিকদের। দূরত্ব কমাতেই এখন এই কর্মসূচি নেওয়া হয়েছে। শুক্রবার কৃষ্ণনগর পুলিশ জেলা পুলিশের ডিএসপি শিল্পী পাল এই বিষয়ে একাধিক বার্তা দিলেন। পুলিশ সূত্রে খবর এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে 'বন্ধু'। ইতিমধ্যেই 'সম্প্রীতি সেতু' নামে একটি কর্মসূচি নেওয়া হয়েছে। এর মাধ্যমে বিভিন্ন এলাকায় পৌঁছে যাচ্ছেন পুলিশ কর্মীরা।
সাধারণ মানুষের কাছে যাচ্ছেন আধিকারিক ও পুলিশকর্মীরা। সমস্যা ও অভিযোগের কথা শোনা হচ্ছে। এই কর্মসূচিতে কৃষ্ণনগর পুলিশ জেলার প্রতিটি পঞ্চায়েত এলাকা এবং শহরে ওয়ার্ড ভিত্তিকভাবে একাধিক বৈঠক করা হবে। আগেই কৃষ্ণনগর জেলা পুলিশের পক্ষ থেকে পুরসভা ও পঞ্চায়েত স্তরে 'বন্ধু' নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছিল। সেখানে বহু মানুষ স্থানীয় স্তরে একাধিক অভিযোগ জানান। এলাকায় মদ বিক্রি, ইভটিজিং, বাল্যবিবাহ-সহ একাধিক অভিযোগ সামনে আসে। পুলিশ দ্রুত ব্যবস্থাও নিয়েছে সেসব ঘটনায়।
এবার দ্বিতীয় পর্যায়ে 'বন্ধু' নামে এই প্রকল্প চালু করা হয়েছে। কোতোয়ালি থানা এলাকায় পুলিশ এই কর্মসূচি শুরু হয়েছে। পুলিশ কর্তারা সাধারণ মানুষের মধ্যে উপস্থিত হলে তাঁদের মনের ভয়, সংকোচ দূর হবে। আগামী দিনে জেলার অন্যান্য থানায় এই পরিষেবা চালু হবে। সমস্যার দ্রুত সমাধান হবে বলেই মনে করছে পুলিশ কর্তারা।