shono
Advertisement

খাবার নিয়ে বচসা, ক্রেতার গায়ে গরম তেল ছুড়ল বিক্রেতা

দেখুন সেই ভিডিও। The post খাবার নিয়ে বচসা, ক্রেতার গায়ে গরম তেল ছুড়ল বিক্রেতা appeared first on Sangbad Pratidin.
Posted: 06:03 PM Nov 09, 2017Updated: 02:59 PM Sep 25, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাবারের বিল নিয়ে অসন্তোষ। এই নিয়ে ক্রেতারা দোকানদারের ওপর চোটপাট শুরু করেছিলেন। পালটা জবাব দিতে গিয়ে বিক্রেতা গরম তেল ছুড়ে দিলেন ক্রেতার দিকে! সিসিটিভি মারফত সেই ভিডিও প্রকাশ্যে আসতেই মহারাষ্ট্রের উল্লাসনগরে শোরগোল পড়ে গিয়েছে।

Advertisement

[চোর কে? জানতে কর্মীদের ‘অগ্নিপরীক্ষা’ নিলেন বিজেপি নেতা!]

#WATCH:Owner of a roadside eatery threw hot oil on a customer who complained about the food served, in Maharashtra’s Ulhasnagar. 2 arrested pic.twitter.com/ypsfVKHRGn

— ANI (@ANI) November 9, 2017

পুলিশ সূত্রে খবর, দিন কয়েক আগে এই ঘটনাটি ঘটে। সিসিটিভি ক্যামেরায় দেখা যায় উল্লাসনগরে রাস্তার ধারে এক দোকানে বিক্রেতা কড়াইয়ে কিছু ভাজছেন। এমন সময় বিকি এবং বিনয় নামে স্থানীয় দুই যুবক দোকানদারের ওপর চড়াও হয়। জানা গিয়েছে খাবারের বিল এবং মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন বিকি ও বিনয়। এই নিয়ে দোকানদারের সঙ্গে তাদের বচসা বাধে। এরপর আচমকা দুই যুবক লাঠি নিয়ে বিক্রেতাকে মারতে যায়। একজন ঢিল ছোড়ে। দোকানদারকে ঠেকাতে আসেন তার ভাই দীপক। এরপর আচমকা ওই বিক্রেতা দোকানের ভিতর থেকে একটি জগ আনেন। জগটি কড়াইয়ে ডুবিয়ে গরম তেল তুলে বিকি ও বিনয়ের দিকে ছুড়ে দেয় ওই দোকানি। বেশ কয়েকবার এমন চলতে থাকে। এমনকী হাতে লাঠি নিয়ে বিক্রেতাকে তেড়ে যেতেও দেখা যায়। তবে গরম তেলে কেউ অবশ্য আহত হননি। ঘটনায় পুলিশ দুই ক্রেতাকে আটক করেছে। আটক করা হয়েছে দোকানদারকেও।

[বাতিলেই ভর্তি ঘর, নয়া নোট ছাপানো বন্ধ করল RBI]

তবে উল্লাসনগর এলাকার বাসিন্দাদের বক্তব্য, রাস্তার ধারে স্ন্যাক্সের দোকানগুলি খাবারের মানের ধার ধরে না। এই নিয়ে কিছু বললে ক্রেতাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। গ্রাহকদের ওপর তেল ছোড়ার ঘটনায় এলাকার লোকজন বেজায় ক্ষুব্ধ। তবে দুই ক্রেতার আচরণকেও তারা সমর্থন করেননি। সিসিটিভি ভিডিও ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এর পিছনে পুরনো কোনও শত্রুতা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

The post খাবার নিয়ে বচসা, ক্রেতার গায়ে গরম তেল ছুড়ল বিক্রেতা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার