shono
Advertisement
Maharashtra

শিকলে বেঁধে খুনের চেষ্টা প্রাক্তন স্বামীর! মহারাষ্ট্রের জঙ্গলে মার্কিন মহিলা উদ্ধারে ঘনাচ্ছে রহস্য

৪০ দিন ধরে মহারাষ্ট্রের জঙ্গলে বন্দি অবস্থায় ছিলেন মার্কিন মহিলা।
Published By: Amit Kumar DasPosted: 01:32 PM Jul 30, 2024Updated: 01:32 PM Jul 30, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত শনিবার মহারাষ্ট্রের জঙ্গলে উন্মাদ-মৃতপ্রায় অবস্থায় এক মার্কিন মহিলাকে উদ্ধার করেছিল পুলিশ। জঙ্গলের মধ্যে গাছে শিকলে বাঁধা ছিল তাঁর পা। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে ওই মহিলাকে শিকলে রেখে গিয়েছিলেন তাঁর প্রাক্তন স্বামী। এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করে তদন্তে নামল পুলিশ।

Advertisement

শনিবার মহারাষ্ট্রের সিন্ধুদূর্গ জেলার সনুরলি গ্রামের কাছে জঙ্গলে ঢুকেছিলেন স্থানীয় এক শেপার্ড। হঠাৎ গভীর জঙ্গলের ভিতর থেকে এক কান্নার আওয়াজ শুনতে পান তিনি। সেই শব্দ লক্ষ্য করে জঙ্গলের মধ্যে তল্লাশি চালিয়ে শেপার্ড দেখেন, গাছের সঙ্গে শিকলে বাঁধা এক মহিলা ক্ষীণ স্বরে কোনওমতে সাহায্যের আর্তি জানাচ্ছেন। এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে পুলিশের খবর দেন ওই ব্যক্তি। পুলিশ এসে শনিবার সন্ধ্যে নাগাদ উদ্ধার করে ওই মহিলাকে। ললিতা কায়ি নামে ওই মহিলার শারীরিক অবস্থা এতটাই গুরুতর ছিল খাওয়া দাওয়া তো দূর কথাই বলতে পারছিলেন না তিনি। জঙ্গলের মধ্যেই প্রাথমিক চিকিৎসার পর তাঁকে গোয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার জেরে মহিলা এতটাই মানসিক ধাক্কা পেয়েছিলেন যে কথা বলার মতো অবস্থায় ছিলেন না। কাগজে লিখে কোনওমতে কথাবার্তা চালানো হচ্ছিল। সেই সূত্রেই জানা যায়, গত ৪০ দিন ধরে জঙ্গলে বন্দি অবস্থায় ছিলেন তিনি।

[আরও পড়ুন: জঙ্গলবন্দি ৪০ দিন! মহারাষ্ট্রের অরণ্যে উদ্ধার শিকলে বাঁধা মার্কিন মহিলা]

হাসপাতালে চিকিৎসার পর কিছুটা ধাতস্থ হয়ে এই ঘটনার প্রাক্তন স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন মহিলা। সিন্ধুদুর্গ জেলার পুলিশ সুপার সৌরভ আগরওয়াল জানিয়েছেন, মহিলার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। তবে তিনি প্রাক্তন স্বামীর বিরুদ্ধে যে অভিযোগ আনছেন, সেটির সত্যতাও যাচাই করার চেষ্টা করছেন পুলিশকর্মীরা। পাশাপাশি, মহিলার বয়ান রেকর্ড করাও বাকি রয়েছে বলে জানিয়েছেন তিনি।

[আরও পড়ুন: প্যাংগং হ্রদে চিনা সেতুর কাজ সম্পূর্ণ! শুরু যান চলাচলও, আতঙ্ক বাড়াচ্ছে উপগ্রহচিত্র]

উল্লেখ্য, উদ্ধারের সময় ওই ললিতার কাছ থেকে মার্কিন পাসপোর্ট ও আধার কার্ড উদ্ধার করেছিল পুলিশ। জানা যায়, আমেরিকার বাসিন্দা হলেও গত ১০ বছর ধরে তামিলনাড়ুতে ছিলেন বছর পঞ্চাশের ললিতা। ভারতে আসার পর ওই মহিলার ভিসার মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। তার পরও ভারতে ছিলেন তিনি। এখানে তাঁর কোনও আত্মীয় রয়েছে কিনা তাও জানার চেষ্টা চলছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শনিবার মহারাষ্ট্রের জঙ্গলে উন্মাদ-মৃতপ্রায় অবস্থায় এক মার্কিন মহিলাকে উদ্ধার করেছিল পুলিশ।
  • হাসপাতালে চিকিৎসার পর কিছুটা ধাতস্থ হতেই প্রাক্তন স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ মহিলার।
  • মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
Advertisement